অনলাইন ডেস্ক
শনিবার (১৮ নভেম্বর) দুপুরে বঙ্গবন্ধু অ্যাভিনিউ কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন তারা।এর আগে শনিবার (১৮ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলীয় মনোনয়ন ফরম বিক্রি কার্যক্রম আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
মোস্তফা আশিষ ইসলাম বলেন, ২০১১-১২ সালে তথ্যপ্রযুক্তি কর্মী হিসেবে ডিজিটাল যশোর গড়ায় অবদান রেখে স্বীকৃতি লাভ করেছি। জেলা আওয়ামী লীগের সদস্য হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আদেশ লাভের পর নির্বাচনী মাঠ তৈরিতে দীর্ঘ ২৮ মাস অক্লান্ত পরিশ্রম করেছি। ইতিমধ্যে আমার নির্বাচনী এলাকার দুই লাখ ভোটারকে আমি সশরীরে বিনামূল্যে ডিজিটাল সেবার আওতায় নিয়ে এসেছি। এ ছাড়াও বিগত দিনে দলীয় নেতাকর্মীদের পাশে ছিলাম এবং থাকব। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বিবেচনায় আমাকে মনোনয়ন দিলে আমার চৌগাছা ও ঝিকরগাছা উপজেলাকে আমি স্মার্ট উপজেলা হিসেবে গড়ে তুলব।
তিনি আরও বলেন, আমরা একে অপরের পরিপূরক। প্রবীণ আর নবীনের শক্তি কাজে লাগিয়ে ভোটারের আবেগ অনুভূতি আর ভালোবাসা প্রাপ্তির লক্ষ্যে বিভক্তি ছাড়াই সবাইকে নিয়ে প্রযুক্তিনির্ভর নির্বাচনে দলীয় প্রার্থী হয়ে জননেত্রীকে এই আসন উপহার দিতে চাই।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা