অনলাইন ডেস্ক
সংসদে সরকারদলীয় হুইপ আতিউর রহমান আতিক শুক্রবার রাতে বলেন, “আজ শহীদুজ্জামান সরকারের রিপোর্ট পজিটিভ এসেছে।”
৬৫ বছর বয়সী শহীদুজ্জামান সরকার বর্তমানে সংসদ সদস্য ভবনে (ন্যাম ফ্ল্যাট) বরাদ্দ পাওয়া ফ্লাটে আছেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের আরেক সংসদ সদস্য।
সাবেক হুইপ শহীদুজ্জামান বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি।
নাম প্রকাশ না করার শর্তে এক সংসদ সদস্য বলেন, “শহীদুজ্জামান সরকারের জ্বর হওয়ায় তিনি কোভিড-১৯ পরীক্ষা করিয়েছিলেন। রিপোর্ট পজিটিভ আসায় চিকিৎসকের পরামর্শে তিনি নিজ ফ্ল্যাটেই আইসোলেশনে আছেন।” শহীদুজ্জামান সরকার ডায়াবেটিসে আক্রান্ত।
তবে এই মুহূর্তে তার কাশি বা অন্য কোনো উপসর্গ নেই বলেও জানিয়েছেন তার সহকর্মী ওই সংসদ সদস্য।
কীভাবে শহীদুজ্জামান সরকারের দেহে নতুন করোনাভাইরাসের সংক্রমণ ঘটল, সে বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।
এদিকে রোগী পাওয়ার পরও ন্যাম ফ্ল্যাট অবরুদ্ধ করার কোনো পদক্ষেপ নেয়নি পুলিশ; যা অন্য সব ক্ষেত্রে নেওয়া হয়েছিল।
জানতে চাইলে শেরেবাংলা থানার ওসি জানে আলম মুনশী বলেন, “আমরা কোনো লকডাউন করিনি। ওই জায়গা এমনি সেফ জোন।“ওইখানে যারা বসবাস করেন, তারা বিষয়টি জানেন এবং সবাই নিজে নিজে আইসোলেশনে চলে গেছেন। পুলিশ বাইরে আছে এবং সহযোগিতা করছেন কার কী প্রয়োজন।“
fblsk
করোনা পরিসংখ্যান এর লাইভ আপডেট দেখুন
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা