গোলাম তাহাবুর
এবারের এইচএসসি পরীক্ষা বাতিল করে পরীক্ষার্থিদের জেএসসি ও এসএসসি এবং সমমানের পরীক্ষার ফলের ওপর ভিত্তি করে পাস করিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। গত সপ্তাহে শিক্ষামন্ত্রী ডা: দীপু মনি একথা বলেছেন। করোনাকালীন পরিস্থিতি বিবেচনা করে পরীক্ষা বতিল করা হয়েছে। এর ভাল মন্দ দিক নিয়ে বিতর্ক শুরু হয়েছে স্বাভাবিকভাবে।
সে যাই হোক এব্যাপারে সরকারের কাছে আমার একটা বিনীত নিবেদন আছে । সরকারের বিদ্যমান নিয়ম অনুযায়ী এই ব্যাচের যেসব ছাত্রছাত্রী কলেজের টেস্ট পরীক্ষায় পাস করতে পারেনি বা ফেল করানো হয়েছে তাদেরকে ফরম ফিলাপ করতে দেওয়া হয়নি। তাই তারা এবারের পরীক্ষার্থীর তালিকা থেকে বাদ পড়েছে। তাদের সংখ্যা খুব বেশী হবে না। যেহেতু বিশেষ পরিস্থীতিতে সরকার অটোপাসের বিবেচনায় নিয়েছেন, তাই আমার বিবেচনায় যারা বিভিন্ন কারণে টেস্ট পরীক্ষায় পাস করতে না পেরে হতাশায় দিন কাটাচ্ছে তাদেরকেও বিশেষ বিবেচনায় ও একই জেএসসি /এসএসসি এর রেজাল্টের ভিত্তিতে পাস করিয়ে দিলে ভাল হয়। যেহেতু এবারের উচ্চ মাধ্যমিকের যে ফল ঘোষণা হবে আসছে ডিসেম্বরে এবং তার ভিত্তি প্রার্থীদের বিগত জেএসসি ও এসএসসি এবং সমমানের ফল সেহেতু দুটো সনদই তাদের আছে।
বিষয়টি মানবিক ও অন্যান্য দিক দিয়ে সুবিবেচনার দাবী রাখে। তাদেরকে ২০২০ খ্রিষ্টাব্দের এই অটোপাসের আওতায় আনলে কোন ক্ষতি হবেনা বরং সরকারের সিদ্ধান্তটা আরো যুক্তিযুক্ত হবে বলে আমার মনে হয়। সংশ্লিস্ট সবার মনোযোগ আকর্ষণ করছি।
লেখক : গোলাম তাহাবুর, প্রতিষ্ঠাতা সভাপতি, বেলগাছি বিকল্প কলেজ ও বেলগাছি বালিকা উচ্চ বিদ্যালয়
খানগন্জ, জেলা রাজবাড়ী।