অনলাইন ডেস্ক
এবারের ডিইউজে নির্বাচনে ৩টি প্যানেলে মোট ২১টি পদের জন্য ৭১ জন প্রার্থী লড়ছেন। প্যানেল ৩টি হচ্ছে- কুদ্দুস আফ্রাদ-গাজী জহিরুল ইসলাম পরিষদ, সাজ্জাদ আলম খান তপু-আকতার হোসেন পরিষদ, সোহেল হায়দার চৌধুরী-মেহেদী হাসান। এই ৩ পরিষদে মোট প্রার্থী রয়েছে ৬১ জন। এছাড়া স্বতন্ত্র প্রার্থী রয়েছেন ১০ জন। এদিকে ডিইউজে নির্বাচন ঘিরে জাতীয় প্রেসক্লাব চত্বরে উৎসবের আমেজ বিরাজ করছে। ভোটাররা লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছেন। আর প্রার্থী ও সমর্থকরা যে যার মতো কাঙ্খিত নেতৃত্বের জন্য প্রচারণা চালাচ্ছেন।
ভোটকেন্দ্রে আসা একাধিক সাংবাদিক বলেন, সবমিলিয়ে চমৎকার একটা পরিবেশ বিরাজ করছে। ঈদের মতো আনন্দ লাগছে। এখানে আসার পর পুরোনো অনেক সহকর্মীদের সঙ্গে দেখা হচ্ছে। যা অত্যন্ত আনন্দের। আমরা চাই যোগ্য প্রার্থীরাই নেতৃত্বে আসুক। যারা সংগঠনকে এগিয়ে নিতে পারবে। সাংবাদিকদের অধিকার আদায়ে আপসহীনভাবে কাজ করবে এমন নেতৃত্ব চান তারা।
এবারের নির্বাচনে মোট ভোটার ২ হাজার ৯৬৪ জন। সিনিয়র সাংবাদিক মনজুরুল আহসান বুলবুলের নেতৃত্বে ৬ সদস্যের নির্বাচন পরিচালনা কমিটি এবারের ডিইউজে নির্বাচন পরিচালনা করবে।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা