মহামারী করোনাভাইরাসে আক্রান্ত প্রায় সারা চীন। চীনের হুবেই প্রদেশের উহান শহরের সঙ্গে চীনের যোগাযোগ ব্যবস্থা প্রায় বন্ধ রাখা হয়েছে।
গত ডিসেম্বরে উহান থেকেই করোনাভাইরাস ছড়িয়ে পড়ে। এতে এ পর্যন্ত প্রায় ৫০০ জনের মৃত্যু হয়েছে এবং আক্রান্ত হয়েছে ২০ হাজারেরও বেশি।
ওই উহান শহরে অনেক বাংলাদেশি শিক্ষার্থী আটকে পড়েছেন। যাদের একজন দ্বীন মুহাম্মদ প্রিয়। সম্প্রতি তার একটি ফেসবুক পোস্ট ভাইরাল হয়েছে। চীনের থ্রি গোর্জেস ইউনিভার্সিটির ছাত্র দ্বীন মুহাম্মদ প্রিয়’র পোস্টটি হুবহু তুলে ধরা হলো-
খাবারের অভাব যে কত বড় একটা অভাব তা নিজে সম্মুখীন না হলে হয়ত বুঝতে পারতাম না। পানিটা তাও ফুটিয়ে খাওয়া যায় কিন্তু খাবার না থাকলে তো আর রান্না করা যায় না।
আমরা এখানে ১৭২ জন বাংলাদেশি যে কি পরিমাণ কষ্টে আছি তা ভাষায় প্রকাশ করতে পারব না। আমাদের ডরমিটরি সিলগালা করে দেওয়া হয়েছে। আমরা বাইরে যেতে পারি না এবং কেউ ভিতরেও আসতে পারে না।
ইউনিভার্সিটি খাবার দিতে চেয়েছে সেই ৩ দিন আগে, খাবার অর্ডার করেছিলাম এখন পর্যন্ত খাবার পাইনি। এই অবস্থায় আমরা এখানে কতদিন সুস্থভাবে বেঁচে থাকব সেটা জানি না।
আমাদের ট্রেন, স্টেশন, বিমানবন্দর বন্ধ। সরকারের সাহায্য ব্যাতিত আমরা এখান থেকে বের হতে পারব না। মাননীয় প্রধানমন্ত্রী এবং পররাষ্ট্র মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয়ের প্রতি বিনীত অনুরোধ আমাদের এই অবস্থা থেকে রক্ষা করুন।
আমাদের এখানে কোন বাংলাদেশি করোনাভাইরাসে আক্রান্ত হইনি কিন্তু ইউনিভার্সিটিতে বেশ কয়েকজন আক্রান্ত। বিশুদ্ধ পানি ও খাবারের সংকটে অচিরেই অনেকেই অসুস্থ হয়ে পড়বে।
আমি ২০১৬ ব্যাচের ছাত্র এখন সিনিয়র, ২০১৭, ২০১৮, ২০১৯ ব্যাচের ছোট ভাই-বোনেরা যখন সমস্যার কথা জানায় তখন এই নিজেকে অক্ষম মনে হয়। দয়া করে আমাদের এখান থেকে উদ্ধার করুন।
Like & Share our Facebook Page: Facebook
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা