রবিবার (৮ ডিসেম্বর) বিটুইন সলিডারিটি এন্ড সেলফ-ইন্টারেস্ট : দ্যা চেঞ্জিং প্যাটার্নস অব ডেভেলপমেন্ট এইড শীর্ষক এক সেমিনারে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান একথা বলেন।
রাজধানীর সিরডাপ মিলনায়তনে এএলআরডি, ক্লিও-বাংলাদেশ এবং বাংলাদেশ মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের উদ্যোগে এ সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
আয়োজকদের পক্ষে এএলআরডির নির্বাহী পরিচালক শামসুল হুদা বলেন, এসডিজি অর্জনের জন্য মানাবাধিকার, ভূমি অধিকার, পরিবেশ ও জিডিপির প্রবৃদ্ধিসহ সকল ক্ষেত্রে সমানভাবে কার্যকর পদক্ষেপ নিতে হবে। তিনি টেকসই উন্নয়ন অর্জনে উন্নয়ন অংশিজন, সরকার, নাগরিক সমাজের প্রতিনিধিদের মধ্যে গঠনমূলক আলোচনার উপর জোর দেন।
সেমিনারে বাংলাদেশে অবস্থিত স্যুইজারল্যান্ডের রাষ্ট্রদূত ড. রেনে হোলেনস্টিন মূল প্রবন্ধ উপস্থাপন করেন। এসময় তিনি ১৯৫০ দশক পরবর্তীতে উন্নয়ন সহায়তার দিক পরিবর্তনের তাত্তিক ও বাস্তবিক দিক উল্লেখ করেন। তিনি তার বক্তব্যে আগামি ২০২১-২৪ পর্যন্ত স্যুইজারল্যান্ডের উন্নয়ন নীতিমালায় এশিয়া ও আফ্রিকায় কর্মসংস্থান সৃষ্টি, অভিবাসন, শান্তি-নিরাপত্তা ও জলবায়ু পরিবর্তন এবং বেসরকারি খাত অন্তর্ভূক্তির কথা উল্লেখ করেন।
তিনি তার বক্তব্যে নাগরিক সমাজ ও বেসরকারি খাতের ভূমিকার কথা উল্লেখ করেন।
কেয়ার বাংলাদেশের সোহার্দো কর্মসূচির চিফ অফ পার্টি ওয়াল্টার মোয়াসা বলেন এনজিও. দাতা সংস্থা, বেসরকারীখাত ও সরকারের মধ্যে সহযোগিতা ও সমন্বয়নের মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠির জীবনমান উন্নয়নে অবদান রাখা সম্ভব।
নিজেরা করি’র সমন্বয়ক খুশী কবির বলেন এসডিজি’র ১৭টি অভিষ্ট একে অপরের সাথে সম্পর্কিত। কোন একটি অভিষ্টকে বিছিন্নভাবে দেখা যাবে না। এসডিজি বাস্তবায়নে লিঙ্গসমতা ও অভিষ্ট ১৬ এর উপর গুরুত্ব দিতে হবে।
প্রিপ ট্রাস্টের উপদেষ্টা আরোমা দত্ত বলেন, নাগরিক সমাজের প্রতিনিধি বিশেষ করে বেসরকারী উন্নয়ন সহযোগি সংগঠনগুলো কথাবলার পরিবেশ সংকুচিত হয়ে আসছে। উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে সকল দাতা সংস্থাগুলোকে এসডিজি বাস্তবায়নে একত্রে কাজ করতে হবে।
অন্যান্যদের মধ্যে সুইসকন্টাক এর টিম লিডার ফিলিপ লিসেন্স, রুপান্তরের রফিকুল ইসলাম খোকন, কেয়ার বাংলাদেশ এর আমনুর রহমান ও এএলআরডির উপ নির্বাহী পরিচালক রওশন জাহান মনি সেমিনারে বক্তব্য রাখেন।
অ্যাড. সুলতানা কামাল সভাপতির বক্তব্যে উন্নয়ন সহায়তার ধরণ ও পরিবর্তনের কথা উল্লেখ করেন। তিনি উন্নয়নশীল দেশগুলোতে প্রযুক্তি হস্তান্তর ও জলবায়ু পরিবর্তন মোকাবেলার উপর গুরুত্ব দেন।
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা