উন্নয়ন প্রক্রিয়ায় প্রান্তিক জনগোষ্ঠীর অন্তর্ভুক্তি নিশ্চিত করতে সবার মানসিকতার পরিবর্তনের পাশাপাশি কারা পিছিয়ে রয়েছে সেই তথ্য আগে খুঁজে বের করা দরকার।
বুধবার (১৩ নভেম্বর) “উন্নয়ন প্রক্রিয়ায় প্রান্তিক জনগোষ্ঠীর অন্তর্ভুক্তি: কাউকে বাদ দিয়ে উন্নয়ন নয়” শীর্ষক সম্মেলনে বক্তারা একথা বলেন। রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ্ বলেন, অধিকার যে সবার সমান সেটা বোঝার জন্য মানসিকতার পরিবর্তন ঘটাতে হবে। উন্নয়ন হচ্ছে কিন্তু সেই উন্নয়নে প্রান্তিক জনগোষ্ঠী যেন পিছনে রয়ে না যায় সেদিকে সবাইকে খেয়াল রাখতে হবে।
অনুষ্ঠানের প্রধান অতিথি এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালক কেএম আবদুস সালাম বলেন, প্রকৃত উন্নয়নের জন্য বক্তব্যের চেয়ে কাজ বেশি করতে হবে। ব্র্যাকের মতো এনজিওগুলো সরকারের সাথে কাজ করে যাচ্ছে বলেই প্রত্যন্ত অঞ্চলে অতিদরিদ্রের সংখ্যা কমানো সম্ভব হয়েছে।
জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি বাংলাদেশের আবাসিক প্রতিনিধি সুদীপ্ত মুখার্জি বলেন, কে পিছিয়ে আছে অনেক সময় আমরা সেটাই জানি না যা উন্নয়ন প্রক্রিয়ার জন্য একটি বড় বাধা। একেক দেশের সমস্যার ধরন একেকরকম। বাংলাদেশের সমস্যার সমাধান বাংলাদেশকেই করতে হবে।
আরও পড়ুন : আবরার ফাহাদ হত্যা ঘটনায় নির্ভুল চার্জশিট দেওয়া হয়েছেঃ স্বরাষ্ট্রমন্ত্রী
সঞ্চালনায় ছিলেন ব্র্যাকের অ্যাডভোকেসি ফর সোশ্যাল চেঞ্জ, টেকনোলজি এন্ড পার্টনারশিপ বিভাগের পরিচালক কেএএম মোর্শেদ।
পৃথিবীজুড়ে ভিন্ন ভিন্ন ধর্ম, বর্ণ, শ্রেণি, সাংস্কৃতিক, নৃতাত্ত্বিক ইত্যাদি পরিচয়ের বিপুলসংখ্যক প্রান্তিক মানুষ মূলধারার উন্নয়নের বাইরে থেকে যাচ্ছে। এদের জীবনমান উন্নয়নে ভূমিকা পালনের লক্ষ্যে ২০১৭ সালে ১২টি আন্তর্জাতিক উন্নয়ন সংগঠনের যৌথ উদ্যোগে লিভ নো ওয়ান বিহাইন্ড (এলএনওবি) শীর্ষক আন্তর্জাতিক প্ল্যাটফর্ম গঠিত হয়। বাংলাদেশে সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নের মাপকাঠিতে উল্লেখযোগ্য অগ্রগতি হলেও প্রায় তিন কোটি প্রান্তিক মানুষ এখনও মূলধারার উন্নয়নের বাইরে রয়ে গেছে।
এদের সহায়তার জন্য ২০১৮ সালে বাংলাদেশে ব্র্যাক, অ্যাকশন এইড বাংলাদেশ, কেয়ার, ভিএসও ইন্টারন্যাশনাল, সিবিএম, সেভ দ্য চিলড্রেন, ইসলামিক রিলিফ, প্ল্যান বাংলাদেশ এবং টিআইবি – এই ৯টি উন্নয়ন সংগঠন মিলে এলএনওবি-এর বাংলাদেশ প্ল্যাটফর্ম গঠন করে।
এই জোটটি ইতিমধ্যে প্রান্তিক জনগোষ্ঠী চিহ্নিতকরণ এবং তাদের ঘিরে তথ্যের অভাব ও উন্নয়ন নীতিমালার অপ্রতুলতা এবং ভাসমান জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা প্রাপ্তির বর্তমান অবস্থার ওপর গবেষণা করছে।
ফেসবুক পেজ :
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা