অনলাইন ডেস্ক
কী কারণে তাঁর শহরে আসা? খবর, একটি প্রথম সারির বাণিজ্যিক সংস্থার আমন্ত্রণে শহরে তাঁর উপস্থিতি। একটি নামী হোটেলে এ দিন সংস্থার বৈঠক হওয়ার কথা। সম্ভবত সেখানেই থাকছেন তিনি।
হলুদ অ্যাবস্ট্র্যাক্ট প্রিন্টের শার্ট, সাদা ট্রাউজ়ার। চোখ ঢাকা রোদচশমায়। এ ভাবেই তিনি এলেন, দেখলেন আর মন জয় করলেন! তাকে ঘিরে নিরাপত্তারক্ষীদের বেষ্টনি। সে সব ছাপিয়ে অনুরাগীদের সই সংগ্রহের চেষ্টা। সেই মুহূর্ত ভিডিও বন্দি হয়ে নিমেষে ভাইরাল। ঝলক বলছে, সইশিকারীদের নিরাশ করেননি ‘ধকধক গার্ল’। বিমানবন্দর থেকে বেরিয়ে আসার সময় তিনি সই দিয়েছেন। বাড়তি পাওনা মাধুরীর হাজার ওয়াটের হাসি!
বড় পর্দায় মাধুরীকে শেষ দেখা গিয়েছে করণ জোহরের ‘কলঙ্ক’ছবিতে। ইদানিং, তাঁকে নানা চ্যানেলে নাচের রিয়্যালিটি শো-তে বিচারকের আসনে দেখা যাচ্ছে। তবে আরজি কর-কাণ্ড নিয়ে কলকাতার মতো বলিউড সরব হলেও মাধুরীকে মুখ খুলতে দেখা যায়নি। প্রতিবাদী শহরে কাজের পাশাপাশি একজন নারী হিসাবে আরজি কর-কাণ্ড নিয়ে কি কোনও কথা বলবেন? আপাতত সে বিষয়ে কিছু জানা যায়নি।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা