অনলাইন ডেস্ক
বুধবার অল ইংল্যান্ড ক্লাবে কোয়ার্টার ফাইনালে রেকর্ড ২০টি গ্র্যান্ড স্ল্যাম জয়ী ফেদেরারকে ৬-৩, ৭-৬ (৭-৪) ও ৬-০ সেটে উড়িয়ে দিয়েছেন পোল্যান্ডের হুরকাৎজ। চলমান উইম্বলডনের আগে ২৪ বছর বয়সী এই খেলোয়াড় কখনও কোনো গ্র্যান্ড স্ল্যামের তৃতীয় রাউন্ডও পার হতে পারেননি।
উইম্বলডনের ঘাসের কোর্টে আগে কখনোই ৬-০ গেমে কোনো সেট হারেননি ৩৯ বছর বয়সী ফেদেরার। হুরকাৎজ তাকে দিয়েছেন সেই অভাবনীয় তিক্ত অভিজ্ঞতার স্বাদ।
কোয়ার্টার ফাইনালের তৃতীয় সেটের ঘটনা এটি। আগের দুই সেটও হেরেছিলেন সুইস মহাতারকা। যার অর্থ, কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিলেন ২০ বারের গ্র্যান্ড স্লাম চ্যাম্পিয়ন। তাতে রাফায়েল নাদালকে ছাড়িয়ে সবচেয়ে বেশি গ্র্যান্ড স্লাম জয়ের রেকর্ডটা একান্তই নিজের করে নেওয়ার অপেক্ষাটা আরও দীর্ঘ হলো ফেদেরারের। ৪০ ছুঁই ছুঁই ফেদেরার আবার গ্র্যান্ড স্লাম জিতবেন, আবার ফিরবেন অল ইংল্যান্ড ক্লাবে, সেই বিশ্বাসী ভক্তের সংখ্যাও দিন দিন কমছে।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা