অনলাইন ডেস্ক
ঈদে ঘরমুখো যাত্রীর বাড়তি চাপ সামলাতে গাজীপুরের জয়দেবপুর থেকে দিনাজপুরের পাবর্তীপুর পর্যন্ত একটি বিশেষ ট্রেন চলাচল করবে বলে জানিয়েছেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব ড. মো. হুমায়ুন কবীর। আগামী ৭, ৮ এবং ৯ ই এপ্রিল এই ট্রেন চলাচল করবে বলেও জানান তিনি।
শনিবার (৩০ শে মার্চ) দুপুরে গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে স্টেশনে আইনশৃঙ্খলা সংক্রান্ত সভা শেষে তিনি এ কথা বলেন। সভায় রেলওয়ের মহাপরিচালক সরদার সাহাদাত আলী, গাজীপুরের জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলামসহ রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে রেলওয়ে সচিব বলেন, যাত্রীদের সুবিধার্থে সব ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে। বিশেষ ট্রেন চলাচল ছাড়াও অন্যান্য ট্রেন শিউিউল অনুযায়ী চলাচল করবে। আলোচনা সভা শেষে অথিতিরা জয়দেবপুর রেলওয়ে স্টেশন ঘুরে দেখেন।
আরোও পড়তে পারেন : আজকের আবহাওয়ার খবর