অনলাইন ডেস্ক
শুক্রবার (২৯ এপ্রিল) ভোর থেকে তারা প্লাটফর্মে ভিড় করছে। সকাল ৮টা ১৫ মিনিটে সুন্দরবন এক্সপ্রেসের আসার কথা থাকলেও সেটি নির্ধারিত সময়ের চেয়ে এক ঘণ্টা দেরিতে এসেছে। ফলে এ ট্রেনে যেসব যাত্রীরা ভ্রমণ করবেন তারা সকাল থেকে স্টেশনে গিয়ে ভিড় জমায়।
এছাড়া রংপুর এক্সপ্রেসও নির্ধারিত সময়ের চেয়ে দেরিতে আসায় যাত্রীদের চাপ বাড়ে। অনেকে দীর্ঘক্ষণ স্টেশনে অপেক্ষার পরও ট্রেন আসায় স্বস্তি প্রকাশ করেন।
তাছাড়াও ধারণক্ষমতার থেকে অতিরিক্ত যাত্রী উঠছে প্রায় প্রতিটি ট্রেনেই। গত কয়েকদিনে যারা নানাভাবে চেষ্টা করেও টিকেট সংগ্রহ করতে পারেননি, তারা বিনা টিকেটেই উঠেছেন ট্রেনে। এতে তীব্র গরমে নাভিশ্বাস উঠেছে শিশু-নারীসহ বয়স্ক যাত্রীদের। এর সাথে যুক্ত হয়েছে শিডিউল বিপর্যয়। তবুও ঈদযাত্রায় নাড়ির টানে বাড়ির পথে রওনা হওয়ার উচ্ছ্বাস আছে যাত্রীদের।
কমলাপুর স্টেশন ম্যানেজার মোহাম্মদ মাসুদ সারওয়ার জানান, “আজকে ১২২টি ট্রেন ঢাকা ছেড়ে যাবে। তাছাড়া ৪টি স্পেশাল ট্রেন রয়েছে। ট্রেন বিলম্বের বিষয়টি মিনিমাইজ করা হচ্ছে। দ্রুত সময়ের মধ্যে এর সমাধানও হবে।”
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা