অনলাইন ডেস্ক
বুধবার (১৩ সেপ্টেম্বর) সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বিশিষ্টজন ও সাংবাদিকদের সঙ্গে সংলাপে এ কথা জানান তিনি। অভিযোগ করেন, যেসব কথায় ইসি ও সরকারের ভাবমূর্তি নষ্ট হয়, মিডিয়ায় সেগুলোই বেশি প্রচার হয়।
সংলাপে সাবেক মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদার বলেন, ‘৯১ এ নির্বাচনের আগেও সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ছিল না। তবে পরে সংবিধানে এর বৈধতা দেয়া হয়।
তিনি আরও বলেন, অনেকের অভিযোগ ২০১৮ সালের নির্বাচনে আগের রাতে ভোট হয়েছিল। এ অবস্থায় আসন্ন নির্বাচনে সব দল অংশ নেবে কি না তা নিয়ে সংশয় রয়েছে।
অন্যদিকে, জামালপুরের জেলা প্রশাসকের বক্তব্য নিয়ে সাবেক নির্বাচন কমিশনার সাখাওয়াত হোসেন বলেন, এমন কর্মকর্তাদের দিয়ে সুষ্ঠু নির্বাচন করা সম্ভব নয়। প্রধান দুই রাজনৈতিক দলের টানাপোড়েনের কারণেই বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে বিদেশি রাষ্ট্রগুলোর প্রভাব বিস্তারের চেষ্টা চলছে।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা