গতকাল শুক্রবার ইসরায়েল-গাজা সীমান্ত বেড়ার কাছে হাজার হাজার ফিলিস্তিনি বিক্ষোভ করেছে। এই বিক্ষোভে গুলি চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এ ঘটনায় নিহত হয়েছে দুজন; আহত হয়েছে আরও অর্ধশতাধিক ফিলিস্তিনি।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, শুক্রবার ইসরায়েল-গাজা সীমান্তে নিয়মিত সাপ্তাহিক বিক্ষোভের সময় ইসরায়েলি সেনারা গুলি চালিয়েছে। এ সময় ইসরায়েলি বাহিনী বুকে গুলি করে দুই ফিলিস্তিনি কিশোরকে হত্যা করেছে। নিহতরা হলেন- আলি আল-আশকার (১৭) ও খালেদ আল-রিবি (১৪)।
এ ছাড়া ইসরায়েলি বাহিনীর হামলায় আহত হয়েছে আরো ৭৬ ফিলিস্তিনি। এদের মধ্যে হত্যার উদ্দেশে ৪৫ জনের দেহের ওপরের অংশে গুলি করা হয়।
উল্লেখ্য, ভূমি দখলের ৭০ বছর পূর্তিতে প্রতি শুক্রবার জুমার নামাজের পর ফিলিস্তিনি জনতা ইসরায়েলের বিরুদ্ধে বিক্ষোভ করে থাকে। ইসরায়েলি সেনারা এ বিক্ষোভে গুলি চালিয়ে ২০১৮ সাল থেকে এ পর্যন্ত দুই শতাধিক ফিলিস্তিনিকে হত্যা করেছে।
সূত্র : হার্টজ নিউজ, টাইমস অব ইসরায়েল
NB:This post is copied from kalerkantho
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা