অনলাইন ডেস্ক
এ সময় তিনি আরও বলেন, ‘ইসরায়েল-হামাস যুদ্ধ ক্রমেই ছড়িয়ে যাচ্ছে। এটি আর একটি ফ্রন্টে সীমাবদ্ধ নেই।’ খবর ডেইলি মেইলের।
হাসান নাসরুল্লাহ আল আকসা ফ্লাডের প্রশংসা করে বলেন- ‘এটি গৌরবময় এক জিহাদি অপারেশন যেটা ইহুদি রাষ্ট্রে ‘ভূমিকম্প’ ঘটিয়েছে। এতে ইসরাইলের দুর্বলতা প্রকাশ পেয়েছে।’
৬৩ বছর বয়সী এ নেতা একটি অজানা স্থান থেকে বৈরুতের হাজার হাজার দর্শকের উদ্দেশ্যে এ বার্তা দেন। টেলিভিশনে সম্প্রচারিত বক্তৃতা দেখার জন্য ছোট শহরগুলোতে বিভিন্ন স্কোয়ারে মানুষ জড়ো হয়। এসময় হিজবুল্লাহর হলুদ পতাকা নেড়ে তারা যাওয়ার সময় উদযাপন করে এবং ফাঁকা গুলি চালায়।
তিনি আরও বলেন, ‘৭ অক্টোবরের অপারেশনটি সম্পূর্ণ গোপনীয়তার সাথে পরিকল্পনা করা হয়েছিল। বিদেশে প্রতিরোধ আন্দোলনের কথা বাদ। অন্যান্য ফিলিস্তিনি দলগুলোও এটির সম্পর্কে কিছুই জানত না।’
তার বিস্তৃত ভাষণে তিনি বলেন, এ হামলার দুটি লক্ষ্য ছিল : গাজার বিরুদ্ধে আগ্রাসন বন্ধ করা এবং হামাসের বিজয় নিশ্চিত করা।
তিনি ‘ইরাকি, ইয়েমেনি হাত- যারা এ যুদ্ধে যোগ দিয়েছেন’ তাদের ধন্যবাদ জানান। তিনি সারা বিশ্বে ফিলিস্তিনপন্থি বিক্ষোভের পক্ষে অবস্থান জানান।
তিনি বলেন, ‘আন্তর্জাতিক সম্প্রদায় ইরানকে দায়ী করলেও ৭ অক্টোবরের হামলাটি ছিল শতভাগ ফিলিস্তিনি অপারেশন। এটি ফিলিস্তিনিদের দ্বারা পরিকল্পিত এবং ফিলিস্তিনিদের দ্বারাই কার্যকর করা হয়। কোনো আন্তর্জাতিক বা আঞ্চলিক সমস্যার সাথে এর কোনো সম্পর্ক নেই।’
এদিকে ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস ইসরায়েলি জিম্মিদের মুক্তির বিষয়ে ‘সমঝোতা চুক্তি’র জন্য প্রস্তুত বলে জানিয়েছে হামাস। সংগঠনটির রাজনৈতিক ব্যুরোর সিনিয়র সদস্য গাজি হামাদ এনবিসি নিউজকে এক সাক্ষাৎকারে এসব কথা বলেছেন।
হামাদ বলেন, ‘আমরা চাই এই মানুষগুলো বাড়ি ফিরে যাক।’ তিনি আরও বলেন, এ ছাড়াও, আমরা চাই- আমাদের বন্দিরাও এখন বাড়ি ফিরুক। আমি মনে করি আমরা এখন সম্পূর্ণ সমঝোতা করতে, একটি চুক্তি সম্পন্ন করতে প্রস্তুত। তিনি শর্ত আরোপ করে বলেন, ‘ইসরায়েলি ডিটেনশন সেন্টার থেকে সব বন্দিদের মুক্তি দিতে হবে।’
হামাদ বলেন, হামাস যোদ্ধারা কখনোই বেসামরিক মানুষকে হত্যা করতে চায়নি। আমাদের ইসলামের ধর্মে কোনো বেসামরিক নাগরিকের ক্ষতি করা বা হত্যা সম্পূর্ণ নিষিদ্ধ।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা