অনলাইন ডেস্ক
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, হামাসের হামলায় এখন পর্যন্ত ১২০০ ইসরাইলি নিহত হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক সেনা ও পুলিশ সদস্য রয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, একজন ইসরাইলি সামরিক মুখপাত্র বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, চলমান যুদ্ধে ইসরাইলিদের মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২০০। সেই সঙ্গে আহত হয়েছে ২ হাজার ৭০০ এর বেশি।
ফিলিস্তিনিদের ওপর যুগ যুগ ধরে দখলদার ইসরাইলের দমনপীড়ন, গুম, হত্যা, আল আকসা মসজিদের পবিত্রতা লঙ্ঘন এবং সাম্প্রতিক বছরগুলোতে বসতি স্থাপনকারীদের কথায় কথায় ফিলিস্তিনিদের বাড়িঘরে হামলার প্রতিবাদে গত শনিবার (৭ অক্টোবর) ইসরাইলের অভ্যন্তরে হামলা চালায় হামাস।
আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানায়, মাত্র ২০ মিনিটে পাঁচ হাজারের মতো রকেট ছোড়া হয় ইসরাইলে। এতে বিপর্যস্ত হয়ে পড়ে দেশটি। তবে এর জবাবে ইসরাইলি বাহিনী অবরুদ্ধ গাজায় নির্বিচার বিমান হামলা চালাচ্ছে। এতে প্রায় এক হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন। যার মধ্যে বেশ কিছু শিশু রয়েছে। উদ্বাস্তু হয়েছে প্রায় দুই লাখ মানুষ।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা