অনলাইন ডেস্ক
হাঙ্গেরিতে বিশ্ব দাবা অলিম্পিয়াডে ১০ম রাউন্ডের উন্মুক্ত বিভাগে ইসরায়েলের বিপক্ষে না খেলার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশের গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীব। নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টের মাধ্যমে এই রাউন্ডে অংশ নেবেন না বলে জানিয়েছেন রাজিব।
মূলত ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের বর্বর হামলার প্রতিবাদে এ সিদ্ধান্ত নিয়েছেন তিনি। এখন পর্যন্ত ৯ রাউন্ডের ভেতর আটটি রাউন্ডেই খেলেছেন রাজীব।
অষ্টম রাউন্ডে কাজাখস্তানের বিপক্ষে লড়াইয়ে অংশ নেননি তিনি। এবার নিজেকে প্রত্যাহার করে নিলেন ইসরায়েলের বিপক্ষে ম্যাচ থেকেও।
আরোও পড়তে পারেন : প্রধান উপদেষ্টার সঙ্গে ফিলিপাইনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ