অনলাইন ডেস্ক
এই হত্যাকে অসংখ্য ভুক্তভোগীর জন্য ন্যায়বিচারের একটি পদক্ষেপ হিসেবে বর্ণনা করেছেন তিনি। এসব ভুক্তভোগীর মধ্যে হাজার হাজার আমেরিকান, ইসরাইলি ও লেবাননের বেসামরিক নাগরিক রয়েছেন বলে জানান মার্কিন প্রেসিডেন্ট।
বাইডেনের মতে, নাসরুল্লাহর হাতে যুক্তরাষ্ট্র, ইসরাইল ও লেবাননের হাজারো সাধারণ মানুষ মারা গেছে। তিনি জোর দিয়ে বলেন, তিনি বলেন, ‘ইসরাইলের নিরাপত্তার প্রতি আমার অটল অঙ্গীকার রয়েছে। আমি সবসময় ইরান এবং ইরান সমর্থিত সন্ত্রাসী গোষ্ঠী যেমন হিজবুল্লাহ, হামাস এবং হুতিদের বিরুদ্ধে আত্মরক্ষার জন্য ইসরাইলের অধিকারকে সমর্থন করব।’
এছাড়া মার্কিন সেনা সদর দপ্তর পেন্টাগনকে মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক বাহিনীর প্রতিরক্ষা অবস্থান জোরদার করার নির্দেশও দিয়েছেন তিনি।
শনিবার ইসরাইলের বিমান হামলায় হিজবুল্লাহর প্রধান হাসান নিহতের বিষয়টি নিশ্চিত করে লেবাননের প্রতিরোধ গোষ্ঠীটি। শুক্রবার সন্ধ্যায় বৈরুতে ব্যাপক হামলা চালায় ইসরাইল। ওই হামলায় তিনি নিহত হন।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা