জার্মানি আবারও যুক্তরাষ্ট্রকে সাফ জানিয়ে দিয়েছে, পারস্য উপসাগরে মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোটে যোগ দেবে না বার্লিন। জার্মান পররাষ্ট্রমন্ত্রী হেইকো মাস সোমবার বার্লিনে বলেন, তার দেশ মার্কিন নেতৃত্বাধীন নৌ জোটে যোগ দেবে না।
তিনি এর পরিবর্তে ইউরোপকে একটি জোট গঠনের আহ্বান জানান। তবে সার্বিকভাবে তিনি সতর্ক করে দিয়ে বলেন, এ ধরনের পদক্ষেপ নেওয়া হলে পারস্য উপসাগরের চলমান সংকট আরও জটিল আকার নেবে।
মাস সাংবাদিকদের বলেন, “এই মুহূর্তে ব্রিটেন মার্কিন জোটে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু আমরা তা করছি না।”
জার্মান পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, “আমরা একটি ইউরোপীয় মিশন চাই।”
ইউরোপীয় দেশগুলো এ ধরনের মিশন গঠনের বিষয়টি বিবেচনা করছে জানিয়ে হেইকো মাস বলেন, ইউরোপীয় ইউনিয়নকে এ ব্যাপারে রাজি করাতে সময় লাগবে।
মার্কিন সরকার গত মঙ্গলবার জার্মানিকে পারস্য উপসাগরের নিরাপত্তা রক্ষায় গঠিত হতে যাওয়া একটি সামরিক জোটে যোগ দেওয়ার আনুষ্ঠানিক আহ্বান জানায়। একই দিন বার্লিন সে আহ্বান আনুষ্ঠানিকভাবে প্রত্যাখ্যান করে।
NB:This post is copied from bd-pratidin
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা