দেশের মাটিতে আসন্ন ইর্মাজিং এশিয়া কাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষনা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলকে নেতৃত্ব দিবেন নাজমুল হোসেন শান্ত। স্কোয়াডে আছেন জাতীয় দলের সৌম্য সরকার, আফিফ হোসেন, আমিনুল ইসলাম বিপ্লব ও আবু হায়দার রনি।
ভারতের বিপক্ষে সিরিজ শেষ করেই দেশে ফিরবেন এ পাঁচ ক্রিকেটার। যোগ দিবেন চম্পাকা রামানায়েকের ক্যাম্পে। হাই পারফরম্যান্স ইউনিটের ক্রিকেটারদের নিয়ে টানা অনুশীলন চালিয়ে যাচ্ছেন লঙ্কান এ কোচ। ১৫ সদস্যের এ স্কোয়াডে সব মিলিয়ে ৮ জন খেলোয়াড়ের আন্তর্জাতিক ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে।
দুই গ্রুপে বিভক্ত হয়ে আসন্ন আসরে আটটি দল খেলবে। ‘বি’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত-হংকং-সংযুক্ত আরব আমিরাত। ‘এ’ গ্রুপে রয়েছে- শ্রীলংকা-পাকিস্তান-আফগানিস্তান ও ওমান।
আগামী ১৪ নভেম্বর থেকে মাঠে গড়াবে ইর্মাজিং এশিয়া কাপ। প্রথম দিনই মাঠে নামবে বাংলাদেশ। সাভারের বিকেএসপির চার নম্বর মাঠে বাংলাদেশের প্রতিপক্ষ হংকং। ২৩ নভেম্বর ফাইনাল দিয়ে শেষ হবে ইর্মাজিং এশিয়া কাপ।
গ্রুপ পর্বের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়াম ও সাভারের বিকেএসপিতে। সেমিফাইনাল ও ফাইনাল অনুষ্ঠিত হবে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।
ফাইনাল ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে স্টার স্পোর্টস। গ্রুপ পর্বে বাংলাদেশের সবগুলো ম্যাচই হবে বিকেএসপিতে।
বাংলাদেশ দল : নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), নাইম শেখ, ইয়াসির আলি চৌধুরি, আফিফ হোসেন, জাকির হাসান, মিনহাজুল আবেদিন আফ্রিদি, আমিনুল ইসলাম বিপ্লব, সৌম্য সরকার, তানভীর ইসলাম, মাহমুদ হাসান, মেহেদি রানা, সুমন খান, মাহিদুল ইসলাম ভূইয়া, আবু হায়দার রনি ও মাহাদি হাসান।
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা