অনলাইন ডেস্ক
উপকরণ
· কনডেন্সড মিল্ক আধা টিন
· তরল দুধ ২ কাপ
· দারুচিনি গুঁড়া আধা চা চামচ
· এলাচ গুঁড়া ১/৪ চা চামচ
· সিদ্ধ চাল ১ কাপ
· অরেঞ্জ জেস্ট ১ চা চামচ
· জাফরান সামান্য পরিমাণ
· গার্নিশের জন্য তাজা কমলার পাল্প
প্রস্তুত প্রণালী
· একটি পাত্রে দুধ, দারুচিনি গুঁড়া, এলাচ গুঁড়া এবং জাফরান একসাথে মিশিয়ে ফুটিয়ে নিন।
· এবার সেদ্ধ করা চাল, কনডেন্সড মিল্ক এবং কমলার জেস্ট যোগ করুন। মিশ্রণটি ১০-১২ মিনিট রান্না করুন। ঘন না হওয়া পর্যন্ত অপেক্ষা করুন। যেহেতু কনডেন্সড মিল্ক ব্যবহার করছেন তাই অতিরিক্ত চিনি দেওয়া লাগবে না।
· এবার মিশ্রণটি একটি পাত্রে ঢালুন। ক্ষীর ঠাণ্ডা হতে দিন। এরপর কমলার পাল্প এবং বাদাম দিয়ে সাজিয়ে নিন। কিছুক্ষণ ফ্রিজে রেখে পরিবেশন করুন কমলার ক্ষীর।
টিপস
· তাজা অরেঞ্জ জেস্ট নিন। ফ্রিজে রাখা বা কয়েক দিন আগের কমলার জেস্ট নিলে স্বাদ ভাল নাও হতে পারে।
· কমলার পাল্প যোগ করার পরে কখনই এই ক্ষীর পুনরায় গরম করবেন না। কারণ কমলার অ্যাসিডিক দুধকে নষ্ট করে ফেলতে পারে।
সূত্র- মিল্কমেইড ডট ইন
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা