অনলাইন ডেস্ক
অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ ফুটবল আয়োজনে ইন্দোনেশিয়ার স্বাগতিক দেশের অধিকার কেড়ে নিয়েছে বিশ্ব ফুটবল নিয়ন্ত্রক সংস্থা ফিফা। ইসরাইল টিমের অংশগ্রহণ নিয়ে সৃষ্ট সংকটে টুর্নামেন্টের ড্র স্থগিত হওয়ার পর এ সিদ্ধান্ত হয়।
এটা ইঙ্গিত দিচ্ছে যে, ফিফা ফুটবল অ্যাসোসিয়েশন অব ইন্দোনেশিয়ার (পিএসএসআই) ওপর আরও নিষেধাজ্ঞার কথা ভাবতে পারে।
এদিকে এ নিয়ে দেশটির রাষ্ট্রপতি জোকো উইডোডো বলেছেন, সমস্যার সুষ্ঠু সমাধানের লক্ষে আমি ইন্দোনেশিয় ফুটবল এসোসিয়েশনের (পিএসএসআই) প্রধান এরিক তোহিরকে ফিফার কাছে পাঠাচ্ছি। তবে ফিফা কর্মকর্তাদের সঙ্গে আলোচনার জন্য ইন্টার মিলানের সাবেক চেয়ারম্যান তোহির কখন যাত্রা করবেন তা জানাননি উইডোডো।
এদিকে পিএসএসআই’র কর্মকর্তা ইকো রাহমানতো বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, কাতারের রাজধানী দোহায় বৈঠকটি অনুষ্ঠিত হবে। শুরুতে অবশ্য ইন্দোনেশিয় কর্মকর্তারা বলেছিলেন যে সুইজারল্যান্ডের জুরিখে ফিফা সদরদপ্তরে বৈঠক করবেন ইন্দোনেশিয়ার ফুটবল প্রধান।
আগামী মে মাসে শুরু হতে যাওয়া ২৪ জাতির টুর্নামেন্টের সুচি নির্ধারনের জন্য আগামী শুক্রবার (৩১ মার্চ) ইন্দোনেশিয়ার পর্যটন নগরি বালিতে আয়োজনের কথা ছিল। কিন্তু আন্দোলনের কারণে নতুন কোনো তারিখ নির্ধারণ না করে এবং কোন কারণ না জানিয়েই ড্র অনুষ্ঠানটি স্থগিত ঘোষণা করে ফিফা।
সাম্প্রতিক সময়ে টুর্নামেন্টে ইসরাইলের অংশগ্রহণের প্রতিবাদে জাকার্তায় বেশ প্রতিবাদ হচ্ছিলো। বিক্ষোভকারীরা ফিলিস্তিনের পতাকা হাতে নিয়ে রাস্তায় নেমে পড়ে। মুসলমান অধ্যুষিত এ দেশে ফিলিস্তিনিদের প্রতি ব্যাপক জনসমর্থন রয়েছে।
ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো বলেছেন, তার সরকার স্বাগতিক দেশ হিসেবে টুর্নামেন্ট আয়োজনে পথ খুঁজে বের করার চেষ্টা করছে। রাজনৈতিক ইস্যুকে খেলার মধ্যে টেনে না আনার জন্য দেশবাসীর প্রতি তিনি আহ্বান জানিয়েছেন।
প্রসঙ্গত, কট্টর ইহুদি রাষ্ট্র ইসরাইলের সঙ্গে ইন্দোনেশিয়ার কোনো কুটনৈতিক সম্পর্ক নেই। সূত্র: বিবিসি ও দ্য সিডনি মর্নিং হেলাল্ড