আন্তর্জাতিক ডেস্ক
ইন্দোনেশিয়ার নিরাপত্তা বিষয়ক মন্ত্রী ভিরানতোকে পেটে ছুরিকাঘাত করা হয়েছে। ইন্দোনেশিয়ার স্থানীয় সংবাদমাধ্যম জানায়, বৃহস্পতিবার (১০ অক্টোবর) দুইজন অপরিচিত আক্রমণকারী মন্ত্রীকে ছুরিকাঘাত করে। ঘটনাস্থল থেকে দুইজনকে আটক করা হয়েছে। তাদের একজন মধ্যপ্রাচ্যে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের মতাদর্শের বলা জানা যায়।
একটি ভিডিওতে দেখা যায় গাড়ি থেকে নামার পর একজন নিরাপত্তা কর্মকর্তা মন্ত্রীকে শুভেচ্ছা জানান। এসময় ওই কর্মকর্তাকে পাশ কাটিয়ে আক্রমণকারীরা মন্ত্রীর পেটে ছুরিকাঘাত করে। এসময় একজন পুলিশ কর্মকর্তার পিঠেও ছুরিকাঘাত করে তারা।
পুলিশের জাতীয় মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল দেদি প্রাসেত্যো সেদেশের কম্পাস টিভিকে বলেন, পান্দেংলাং প্রদেশে ভ্রমণের সময় নিরাপত্তা বিষয়ক মন্ত্রী ভিরানতোর ওপর হামলা হয়। এতে মন্ত্রী আহত হয়েছেন। মন্ত্রীর পেটে দুইটি আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় জেলা পুলিশের উপ-প্রধানও আহত হন।
ঘটনাস্থল থেকে এক নারী ও এক পুরুষকে তাৎক্ষণিক আটক করা হয়েছে। তবে তাদের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে এদের একজন ইসলামিক স্টেটের মতাদর্শের বলে জানা গেছে।
নিরাপত্তা বিষয়ক মন্ত্রী ভিরানতো দেশটির সেনাবাহিনীর সাবেক প্রধান ও ২০০৪ সালে প্রেসিডেন্ট পদপ্রার্থী ছিলেন।
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা