অনলাইন ডেস্ক
কিছুদিন আগে কঙ্গনা নিজেই ঘোষণা করেছিলেন পরবর্তী সিনেমার কথা। এরইমধ্যে তার প্রস্তুতিও শুরু করেছেন নায়িকা। সিনেমাটি তৈরি হচ্ছে ইন্দিরা গান্ধীর ওপর। কঙ্গনা বলছেন, এটি একটি পলিটিক্যাল ড্রামা। তবে এটা ইন্দিরা গান্ধীর বায়োপিক নয়।
নতুন সিনেমার প্রস্তুতির একটি ছবি ইনস্টাগ্রামে শেয়ার করে তিনি লিখেছেন ছবির প্রতিটা চরিত্রই সুন্দর, একটা নতুন জার্নির শুরু। ইন্দিরা গান্ধী হয়ে ওঠার জন্য সঠিক চেহারা, মুখ পাওয়ার প্রস্তুতি শুরু হলো। যাতে অভিনেতাকে বিশ্বাসযোগ্য মনে হয়। তিনি আরও লেখেন, তবে তার মতো হয়ে উঠতে সময় তো লাগবে।
সিনেমাটি পরিচালনা করবেন সাঁই কবীর। ১৯৭৫ সালে হওয়া জরুরি অবস্থা ও অপারেশন ব্লু স্টারের উপর নির্মিত এই ছবি। তবে কোনোভাবেই এটা ইন্দিরা গান্ধীর বায়োপিক নয়।
এ প্রসঙ্গে কঙ্গনা জানান সিনেমার চিত্রনাট্যের ওপর কাজ চলছে। একেবারে শেষ পর্যায়ে চলেছে স্ক্রিপ্টের কাজ। এই প্রজন্মের ছেলেমেয়েদের বর্তমান ভারতের সামাজিক অর্থনৈতিক অবস্থান বুঝতে সাহায্য করবে এই সিনেমা।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা