অ্যাপল ২০২১ সালে নিজেদের প্রসেসর ব্যবহার করে কম্পিউটার বাজারে আনতে পারে বলে জানা গেছে। বর্তমানে কোম্পানিটি পিসি ও ল্যাপটপের প্রসেসরের জন্য ইন্টেলের উপর নির্ভরশীল।
ম্যাক রিউমার্সের একটি প্রতিবেদনে এই খবর পাওয়া যায়। প্রতিবেদনটির নির্ভরযোগ্যতা রয়েছে কারণ ইতিপূর্বে মিং-চি কুও অ্যাপল সম্পর্কে যেসব আগাম খবর দিয়েছে তা সঠিক বলেই প্রতীয়মান হয়েছে।
ইতিপূর্বে ইন্টেল প্রসেসর ডেলিভারিতে দেরি করার কারণে ম্যাক রিলিজের সময়ের উপর প্রভাব পড়েছে, যার কারণে অ্যাপলের এমন সিদ্ধান্ত নিতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এদিকে, ৭ ন্যানোমিটার প্রসেসর বানানোর ক্ষেত্রে অ্যাপল বেশ পারদর্শী হলেও তবে তারা ৫ ন্যানোমিটার প্রসেসর তৈরিতে অভিজ্ঞ নয়। যদিও বলা হচ্ছে, সাম্প্রতিক করোনাভাইরাস মহামারির পর অ্যাপল ৫ ন্যানোমিটার প্রসেসর তৈরির গবেষণাতে বিনিয়োগ বাড়িয়েছে।
২০০ কোটির মাইলফলকে হোয়াটসঅ্যাপ
নিজেদের প্রসেসর নিজেরা তৈরি করতে সক্ষম হলে অ্যাপলের পিসি ও ল্যাপটপের আকার এবং পারফরম্যান্সে বড় পরিবর্তন আসবে। এটি তখন অ্যাপলে অনেক ডিজাইন স্বাধীনতা দেবে। যা ল্যাপটপ ও কম্পিউটারকে আরও এফিশিয়েন্ট করবে এবং ব্যাটারি ব্যাকআপ বাড়াবে।
যদিও নিজেদের প্রসেসর তৈরির চেষ্টায় অ্যাপলের প্রতিযোগী কোম্পানি মাইক্রোসফটের অভিজ্ঞতা খুব একটা ভালো নয়। তারা সারফেস প্রো এক্স ল্যাপটপে নিজেদের প্রসেসর ব্যবহার করেছিলো, যার পারফরম্যান্স নিয়ে পেশাদার ব্যবহারকারীরা খুব একটা খুশি নন।
ধারনা করা হচ্ছে অ্যাপলকেও একই ধরনেই সমস্যাগুলোর মুখোমুখি হতে হবে। তবে আশার বিষয় হচ্ছে, অ্যাপল ইতিমধ্যেই আইফোনের মাধ্যমে প্রমাণ করেছে তারা মোবাইল প্রসেসর তৈরিতে কতটা পারদর্শী।
আর ৫ ন্যানোমিটার প্রসেসর নির্মাণে অ্যাপল সফল হলে তাদের আর ইন্টেলের উপর নির্ভরশীল হতে হবে না। যা কোম্পানিটিকে বড় ধরনের কম্পিটেটিভ অ্যাডভান্টেজ দেবে। টেক শহর।
Like & Share our Facebook Page: Facebook
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা