অনলাইন ডেস্ক
গতকাল ব্রাজিলের মৌসুম সেরাদের হাতে তাদের অবদানের স্বীকৃতিস্বরূপ পুরস্কৃত করে ফুটবল ফেডারেশন। সেখানেই নেইমারের হাতে তুলে দেওয়া হয় ‘ফুই ক্লিয়ার’ পুরস্কার। মূলত এই পুরস্কার দেয়া হয় বিশেষ স্বীকৃতিস্বরূপ।
নেইমার এই স্বীকৃতি পেয়েছেন ব্রাজিলের ইতিহাসে সর্বোচ্চ গোল ও ‘অ্যাসিস্ট’ এর জন্য। গত বিশ্বকাপের শেষ ম্যাচে ৭৭তম গোল করেন নেইমার। এটি ব্রাজিলের হয়ে যৌথভাবে প্রথম। এই রেকর্ডটি এতদিন ছিল পেলের দখলে। সেটিই স্পর্শ করেন নেইমার। আর আগে থেকেই ব্রাজিলের হয়ে সর্বোচ্চ অ্যাসিস্ট এর মালিক তিনি।
পুরস্কার পেয়ে নেইমার বলেন, ‘এখানে আসাটা সম্মানের। আমি মৌসুমটা ভালোভাবেই শুরু করেছিলাম। এরপর চোটে পড়ি। আমাকে থেমে যেতে হয় এবং আমি ভালোভাবে ফিরে আসার চেষ্টা করছি। এই গোলগুলো করতে পারব আমি তা স্বপ্নেও ভাবিনি। আমার স্বপ্ন ছিল ব্রাজিলের জার্সি পরে খেলা।’
এদিকে, বিদেশের মাটিতে সর্বোচ্চ গোল ও ‘অ্যাসিস্ট’ এর (গোল করানো) পুরস্কার ‘পেলে অ্যাওয়ার্ড’ জিতেছেন ভিনিসিয়াস জুনিয়র। ব্রাজিলে করা গোলের জন্য পুরস্কার জিতেছেন পেদ্রো। ব্রাজিলে করা অ্যাসিস্টের জন্য পুরস্কার জিতেছেন পালমেইরাসের গুস্তাবো এসকার্পা।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা