অনলাইন ডেস্ক
জাতিসংঘের ফুড অ্যান্ড অ্যাগ্রিকালচার অর্গানাইজেশন আয়োজিত বিশ্ব খাদ্য সম্মেলনে যোগ দেবেন তিনি। আগামীকাল সোমবার ইতালির রোমে তিন দিনের এই সম্মেলন শুরু হবে।
এছাড়া ইতালির প্রধানমন্ত্রীর সাথে দ্বিপক্ষীয় বৈঠক করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠকে জ্বালানি ও সংস্কৃৃতি বিষয়ে দুটি সমঝোতা স্মারক সই হওয়ার কথা রয়েছে। সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ বক্তা হিসেবে বক্তব্য দেবেন শেখ হাসিনা।
এর আগে ভোরে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান সংসদ উপনেতা মতিয়া চৌধুরী, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, তিন বাহিনীর প্রধানসহ ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তারা ।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই সফরে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গেও দ্বিপক্ষীয় বৈঠক করবেন। এই বৈঠকে, ইতালিতে বসবাসরত অনেক বাংলাদেশির বসবাস নিয়মিত করার জন্য বাংলাদেশের পক্ষ থেকে ইতালির সরকারকে অনুরোধ জানানো হবে বলে জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা