অনলাইন ডেস্ক
ইতালিয়ান ওপেনে শনিবার বিধ্বংসী মেজাজে পাওয়া গেল রাফায়েল নাদালকে। সেমিফাইনালে স্পেনীয় তারকা সহজেই হারালেন রেইলি ওপেলকা-কে। ফল ৬-৪, ৬-৪। এ দিন যুক্তরাষ্ট্রের বিগ সার্ভার বিশেষ কিছু সমস্যায় ফেলতে পারেননি রাফাকে। ম্যাচে ১১টি ‘এস’ সার্ভিস করেন নাদাল। তার সামনে মাথা তুলে দাঁড়াতে পারেননি ওপেলকা। নিজের সেরা অস্ত্র জোরালো সার্ভিস কোনও কাজেই আসেনি। রোমে এই নিয়ে মোট ১২ বার ফাইনাল খেলবেন তিনি।
ক্লে-কোর্টে নিজের পাঁচশোতম ম্যাচ খেলতে নামা নাদাল ছিলেন রীতিমতো আক্রমণাত্মক মেজাজে। ১ ঘণ্টা ৩২ মিনিটের মধ্যে ম্যাচ শেষ করে দিয়ে বিশ্বের দুই নম্বর তারকা বলেছেন, ‘এই ম্যাচ থেকে প্রাপ্তি একটাই। ফাইনাল খেলতে নামার আগে আত্মবিশ্বাস পুরো মাত্রায় ফিরে এসেছে।’
পিছিয়ে ছিলেন না বিশ্বের এক নম্বর তারকা জোকোভিচও। শনিবার প্রথমে গ্রিসের তারকা স্টেফানোস চিচিপাসকে ৪-৬, ৭-৫, ৭-৫ হারিয়ে তিনি আদায় করে নেন সেমিফাইনালের ছাড়পত্র। শারীরিক ধকলকে পাত্তা না দিয়েই শেষ চারের দ্বৈরথে উড়িয়ে দিলেন ইতালির লোরেঞ্জো সোনেগোকে। নোভাকের পক্ষে ম্যাচের ফল ৬-৩, ৬-৭, ৬-২। ম্যাচ গড়ায় ২ ঘণ্টা ৪৪ মিনিট।
নির্ণায়ক সেটে দু’বার চিচিপাসের ব্রেক পয়েন্টের সামনে থেকে পরিস্থিতি সামলান নোভাক। ম্যাচের পরে জোকোভিচ জানান, ‘মনে হল যেন চিচিপাসের সঙ্গে আমি দু’টো ম্যাচ খেললাম। গতকাল ও-ই আমার চেয়ে অনেক ভাল খেলেছিল। আমাদের মধ্যে রীতিমতো স্নায়ুর যুদ্ধ চলে। মাথা ঠান্ডা রেখে গুরুত্বপূর্ণ সময়ে ওর সার্ভিস ভেঙে জিতলাম। মনে হয়, এটাই চলতি মরসুমে আমার কঠিনতম ম্যাচ ছিল’
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা