ইতালিতে প্রাণঘাতী করোনাভাইরাসের হানা যেন থামছেই না। গত ২৪ ঘণ্টায় দেশটিতে আরও প্রাণ গেছে ৮১২ জনের। এর মধ্যে কেবল উত্তরাঞ্চলের লোম্বার্দিয়ায়ই মারা গেছে ৪৫৮ জন।
তবে আশার খবর হলো, কমেছে নতুন করে আক্রান্তের সংখ্যা। আর সুস্থ হয়ে ঘরে ফিরেছে ১ হাজার ৫৯০ জন। ইতালির নাগরিক সুরক্ষা বিভাগ এ তথ্য জানিয়েছে।
ওই বিভাগের সবশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্তের সংখ্যা গত কয়েকদিনের চেয়ে সোমবার অনেকটা কমেছে। নতুন করে আক্রান্ত হয়েছে ৪ হাজার ৫০ জন।
এই নিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা এক লাখ ১ হাজার ৭৩৯ জন। এর মধ্যে প্রাণ গেছে ১১ হাজার ৫৯১ জনের। সুস্থ হয়ে বাসায় ফিরেছেন ১৪ হাজার ৬২০ জন। আর মুমূর্ষু অবস্থায় আছেন ৩ হাজার ৯৮১ জন।
গত দু’সপ্তাহের মতো সোমবারও বৃহত্তর লোম্বার্দিয়ায় প্রাণ গেছে সর্বোচ্চ ৪৫৮ জনের। এ নিয়ে লোম্বার্দিংয়ায় মোট মারা গেলো ৬ হাজার ৮১৮ জন। গত ২৪ ঘণ্টায় সেখানে নতুন করে আক্রান্ত হয়েছে ১ হাজার ১৫৪ জন। এ নিয়ে লোম্বার্দিংয়ায় মোট আক্রান্তের সংখ্যা ৪২ হাজার ১৬১ জন।
করোনা পরিসংখ্যান এর লাইভ আপডেট দেখুন
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা