করোনা ভাইরাস (কোভিড-১৯) এ ইতালিতে মৃতের সংখ্যা ১০ হাজার ছাড়াল। গত ২৪ ঘণ্টায় দেশটিতে রেকর্ড সংখ্যক ৮৮৯ জন মারা গেছেন। মোট আক্রান্তের সংখ্যা প্রায় সাড়ে ৯২ হাজার।
আক্রান্ত ও মৃতের সংখ্যা ক্রমেই বাড়তে থাকায় ইতালির লকডাউন আরও ১৫ দিন বাড়িয়ে ১৮ এপ্রিল পর্যন্ত করার ইঙ্গিত দিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী।
শনিবার ইতালির প্রধানমন্ত্রী জোসেপ্পে কন্তে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান। এদিন অসহায় পরিবারের জন্য খাদ্য সহায়তা হিসেবে ৪০ কোটি ইউরো বরাদ্দ ঘোষণা করেন তিনি।
কন্তে বলেন, ১৩ এপ্রিলের পর দেশের স্কুল এবং বিশ্ববিদ্যালয়সহ সব শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ থাকবে। তবে বাণিজ্যিক প্রতিষ্ঠান এবং শিল্পপ্রতিষ্ঠানগুলোর ব্যাপারে চলতি সপ্তাহেই সিদ্ধান্ত নেয়া হবে। আর যারা অসহায় অবস্থায় আছেন তাদের খাদ্য সহায়তায় ব্যবস্তা নিচ্ছি আমরা।
নতুন করে লকডাউনের সিদ্ধান্ত বাস্তবায়ন হলে আরও ১৫ দিন সব বার, রেস্টুরেন্টসহ অন্যান্য বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোও বন্ধ থাকবে। লোকজনকে ঘরে থাকতে হবে। তবে বিশেষ প্রয়োজনে খাবার সংগ্রহে গ্রোসারি শপ এবং সুপারমার্কেটে যাওয়া যাবে। খোলা থাকবে ফার্মেসিগুলোও।
ইতালির সরকার লোকজনের চলাচল কমানোর লক্ষ্যে হাইওয়েগুলোতে পেট্রোলপাম্প বন্ধের যে সিদ্ধান্ত নিয়েছিল, তা প্রত্যাহার করেছে। ইতালির রাষ্ট্রপতি সারজিও মাত্তারেল্লা ইউরোপীয় ইউনিয়নের সকলকে ঐক্যবদ্ধ হয়ে মহামারি করোনাভাইরাস মোকাবিলায় কাজ করার আহবান জানিয়েছেন।
করোনা পরিসংখ্যান এর লাইভ আপডেট দেখুন
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা