আগামী ৩ নভেম্বর প্রথম টি-টোয়েন্টি দিয়ে শুরু হচ্ছে ভারভ-বাংলাদেশ পূর্ণাঙ্গ সিরিজ। এ সিরিজে ৩টি টি-টোয়েন্টি ছাড়াও দুটি টেস্ট ম্যাচে একে-অপরের মুখোমুখি হবে দুই দল।
এর মধ্যে একটি টেস্ট ম্যাচ দিবা-রাত্রির টেস্টে পরিণত হতে যাচ্ছে। যা ভারতের ক্রিকেট ইতিহাসেও প্রথম দিবা-রাত্রির টেস্ট ম্যাচ হবে।
তাই এই উপলক্ষে ইডেন গার্ডেন্সে অনুষ্ঠিত এ ম্যাচে এক ঝাঁক তারকার মধ্যে কিংবদন্তি শচীন তেন্ডুলকার, পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়ন দাবাড়ু বিশ্বনাথন আনন্দ ও টেনিস তারকা সানিয়া মির্জা হাজির থাকতে পারেন বলে জানা গেছে।
আরো জানা গেছে, প্রথম দিনের খেলা শেষে সঙ্গীতানুষ্ঠান আয়োজনও করতে পারে সিএবি। ইতিমধ্যে বাংলাদেশের সঙ্গীতশিল্পী রুনা লায়লাকে আমন্ত্রণ জানানো হয়েছে । ভারতের শ্রেয়া ঘোষালকেও আমন্ত্রণ জানানো হচ্ছে।
আমন্ত্রিত অতিথিদের কথা উল্লেখ করে ভারতীয় ক্রিকেট বোর্ডের নতুন সভাপতি সৌরভ গাঙ্গুলি বলেন, ‘ভারত-বাংলাদেশ প্রথম টেস্টের দুই দলের সদস্যরা অনেকেই থাকছেন। চেষ্টা করছি শচীনকে হাজির করানোর।এ ছাড়াও অলিম্পিক পদকজয়ী এম সি মেরি কম, পি ভি সিন্ধুকেও সংবর্ধিত করব। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসছেন। ভারতীয় প্রধানমন্ত্রীর দপ্তরে আমন্ত্রণ জানানো হয়েছে। দিদি (মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়) ও মাননীয় রাজ্যপালকেও আমন্ত্রণ জানানো হয়েছে।’
এ ছাড়াও টেস্টের প্রথম দিন এইচআইভি ও ক্যান্সারে আক্রান্ত শিশুদের নিয়ে একটি চ্যারিটি ম্যাচও আয়োজন করার পরিকল্পনা রয়েছে সিএবি’র।
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা