গাজীপুরে টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে আরও দুই মুসল্লির মৃত্যু হয়েছে।
শুক্রবার রাত দেড়টায় ৫৩ নম্বর খিত্তা (খুঁটি নং-১৮৫০) ও ভোর সাড়ে ৬টায় ৫৬নং খিত্তায় (খুঁটি নং-২৫৬) তাদের মৃত্যু হয়। বার্ধক্যজনিত কারণে তাদের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।
নিহতরা হলেন- রংপুর জেলার পীরগঞ্জ জেলার উসমানপুর গ্রামের মৃত হাজী জয়নাল উদ্দিনের ছেলে হুমায়ুন কবির (৬৫) ও গাইবান্দা জেলার সাঘাটা থানার কামালেরপাড়া গ্রামের আলহাজ মো. আবুল কাশেমের ছেলে আলহাজ মো. আবদুস সোবহান (৮০)।
এ নিয়ে ময়দানে ৫৫তম বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে পাঁচ মুসল্লির মৃত্যু হলো।
ইজতেমা ময়দানের জিম্মাদার রফিকুল ইসলাম জানান, হুমায়ুন কবির শুক্রবার রাত দেড়টায় ও আবদুস সোবহান ভোর সাড়ে ৬টায় বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন।
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা