ইউরোপিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ সমাবর্তনের সিদ্ধান্ত গ্রহণ করেছে। শিক্ষাপ্রতিষ্ঠানটি থেকে সফলভাবে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্নকারীরা এতে অংশ নিতে পারবেন। এতে অংশ নিতে শিক্ষার্থীদের রেজিষ্ট্রেশন করতে হবে।
এজন্য আবেদনকারীকে পাসপোর্ট সাইজের চার কপি ছবি, প্রভিশনাল সার্টিফিকেটের ফটোকপি (না থাকলে এসএসসে ও এইচএসসি অথবা ডিপ্লোমার সার্টিফিকেটের ফটোকপি জমা দিতে হবে।
ধাপগুলো- ধাপ ১ : প্রভিশনাল সার্টিফিকেট (Provisional Certificate) দেখিয়ে Exam Controller অফিস থেকে একটি ফর্ম সংগ্রহ করে ফর্মটি যথাযথ ভাবে পূরণ করতে হবে।
ধাপ ২ : ফর্ম পূরণ হয়ে গেলে Account (হিসাব শাখা) এ টাকা জমা দিতে হবে।
ধাপ ৩ : এরপর টাকা জমার রশিদ সহ ৩১২ নং রুম থেকে একটি টোকেন (Token) সংগ্রহ করতে হবে।
ধাপ ৪ : সংগৃহীত টোকেনটি নিয়ে Convocation Help Desk এ এসে Convocation Registration Form পূরণ করতে হবে।
যাদের প্রভিশনাল সার্টিফিকেট (Provisional Certificate) নেই, তাদের জন্যঃ ধাপ ১ : SSC এবং Diploma অথবা HSC এর সার্টিফিকেটের ফটোকপি দেখিয়ে Exam Controller অফিস থেকে একটি ফর্ম সংগ্রহ করে ফর্মটি যথাযথ ভাবে পূরণ করতে হবে।
ধাপ ৫ : প্রজেক্ট সুপারভাইজার ও বিভাগীয় প্রধানের স্বাক্ষর নিতে হবে।
ধাপ ৬ : এরপর ৩১২ নং রুম থেকে একটি টোকেন সংগ্রহ করতে হবে।
ধাপ ৭ : টোকেনটি নিয়ে Convocation Help Desk এ এসে Convocation Registration Form পূরণ করতে হবে।
উপরোক্ত ধাপ সমূহ সম্পন্ন করার মাধ্যমে একজন ছাত্র/ছাত্রী Convocation (সমাবর্তন) এ অংশগ্রহণ করার জন্য উপযুক্ত বলে বিবেচিত হবে।
সহকারী রেজিষ্ট্রার ও ডেপুটি রেজিষ্ট্রার এর স্বাক্ষর নিতে হবে। ফর্ম পূরণ হয়ে গেলে Account এ টাকা জমা দিতে হবে। ধাপ ৩ : লাইব্রেরিয়ানের স্বাক্ষর নিতে হবে।
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা