অনলাইন ডেস্ক
প্রথমার্ধে গোল পায়নি কোনো দলই। এক ঘণ্টা পূর্ণ হওয়ার তিন মিনিট আগে গোল পেয়ে যায় রেঞ্জার্স। ১২ মিনিট বাদে সমতায় ফেরে ফ্রাঙ্কফুর্ট।
পরে আর কোনো গোল হয়নি। অতিরিক্ত সময় শেষেও ম্যাচ থেকে যায় অমীমাংসিত। ফলে ম্যাচের ভাগ্য গড়ায় পেনাল্টি শ্যুটআউটে। টাইব্রেকারে রেঞ্জার্সকে ৫-৪ গোলে হারিয়ে ইউরোপা লিগে চ্যাম্পিয়ন হয়েছে ফ্রাঙ্কফুর্ট।
অ্যারোন রামসে স্পট কিক মিস করার পর রাফায়েল বোরে দুরন্ত শটে লক্ষ্যভেদ করলে ফ্রাঙ্কফুর্টের শিরোপা নিশ্চিত হয়ে যায়। নির্ধারিত সময়ে আইয়োদেতে আরিবো গোলে এগিয়ে যায় স্কটিশ রেঞ্জার্স। পরে বোরের গোলে সমতায় ফেরে ফ্রাঙ্কফুর্ট।
আরোও পড়তে পারেন : কম্বিনেশনের জন্যই নিশানকে খেলানো হয়নি