অনলাইন ডেস্ক
এ সময় তারা নড়াগতি থানা কৃষকলীগের সভাপতি মোল্লা আবুল হাসনাতের হাত ও পায়ের রগ কেটে দেয়।
স্থানীয়রা জানান, এলাকায় আধিপত্য বিস্তার করা নিয়ে দ্বন্দ্বে এই হামলা হয়েছে।
আজ বুধবার সকালে নড়াগাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রোকসানা খাতুন দ্য ডেইলি স্টারকে বলেন, স্থানীয় প্রভাব বিস্তারকে কেন্দ্র করে গতকাল রাত ৯টার দিকে কালীনগর বোয়ালিয়ার চর মন্দিরের কাছে এই ঘটনা ঘটে।
তিনি আরও বলেন, কাইয়ুম শিকদার ও মোল্লা আবুল হাসনাতসহ পাঁচ থেকে ছয় জন নেতাকর্মী মোটরসাইকেলে কলাবাড়িয়া ফিরছিলেন। সে সময় দুর্বৃত্তরা তাদের ওপর হামলা চালায়। দুর্বৃত্তরা কুপিয়ে কাইয়ুম শিকদারের হাত ও পা বিচ্ছিন্ন করে ফেলে এবং হাসনাত মোল্যার হাত ও পায়ের রগ কেটে দেয়।
গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে কাইয়ুম সিকদারের মৃত্যু হয়। হাসনাত মোল্যাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা