অনলাইন ডেস্ক
ইউক্রেনে সম্প্রতি হামলা জোরদার করেছে রাশিয়া। দেশটির রাজধানী কিয়েভ, দক্ষিণাঞ্চলীয় শহর জাপোরিঝিয়া, ওডেসা বন্দর শহর এবং উত্তর-পূর্বের সুমি শহরসহ গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে ক্ষেপণাস্ত্র হামলা করছে রুশ বাহিনী। ক্ষেপণাস্ত্রের আঘাতে জাপোরিঝিয়া এলাকায় কমপক্ষে ৭ জনের মৃত্যু হয়েছে। শিশুসহ ২৩ জন আহত হয়েছেন। আরো প্রাণহানি হওয়ার আশঙ্কা করা হচ্ছে।
বৃহস্পতিবার রাতে জাপোরিঝিয়ার গ্যাস উৎপাদন কেন্দ্রগুলো লক্ষ্য করে হামলা করা হয়েছে বলে অভিযোগ করেছেন কিয়েভের কর্মকর্তারা। ইউক্রেনের রাষ্ট্রীয় মালিকানাধীন জ্বালানী সংস্থা-নাফটোগাজ জানিয়েছে, দেশের পূর্বাঞ্চলে তাদের গ্যাস উৎপাদন কেন্দ্রগুলো বড় হামলার শিকার হয়েছে। একই সাথে দেশটির ডিনিপ্রোর একটি ক্ষেপণাস্ত্র তৈরির কারখানায়ও হামলা করেছে রুশ বাহিনী।
শীতকে কেন্দ্র করে ইউক্রেন অভিযানের কৌশল পাল্টেছেন রুশ প্রেসিডেন্ট ভাদিমির পুতিন। প্রতিবেশী দেশটির বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের পর এখন গ্যাসক্ষেত্রগুলোকে লক্ষ্য করে হামলা করছে রাশিয়ান বাহিনী। বৃহস্পতিবার রাতে হামলার পর রাজধানী কিয়েভ, পশ্চিমাঞ্চলীয় শহর ভিনিসিয়া, দক্ষিণ-পশ্চিমে ওডেসা বন্দর শহর এবং সুমি শহরগলোর দুই-তৃতীয়াংশ এলাকা অন্ধকারাচ্ছন্ন। হাজার হাজার বাড়ি বিদ্যুৎ ও পানিহীন রয়েছে। এতে প্রায় এক কোটি মানুষ ভোগান্তিতে পড়েছে।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, পরিকল্পিতভাবে এসব হামলা চালানো হয়েছে। বিদ্যুৎ সংযোগ পুনস্থাপনে কাজ করছে প্রশাসন। কিয়েভ রাশিয়ার ছোঁড়া ৬টি ক্ষেপনাস্ত্র এবং পাঁচটি ড্রোন ভূপাতিত করেছে বলেও জানান তিনি।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা