অনলাইন ডেস্ক
মঙ্গলবার (৩ অক্টোবর) সকালেও খেরসনের লোকালয়ে সামরিক অভিযান চালায় রুশবহর। বসতবাড়ির পাশাপাশি ভস্মীভূত হয় দোকানপাট এবং স্বাস্থ্য সেবা কেন্দ্র। এতে প্রাণ হারান দুই বেসামরিক নাগরিক, আরও ৮ জন গুরুতর আহত হয়েছেন। এ পরিস্থিতির মধ্যেই, কিয়েভ সফর করছেন ইইউ’র পররাষ্ট্র বিষয়ক প্রধান জোসেপ বোরেল।
বৈঠক শেষে জোসেপ বোরেল বলেন, ইউক্রেনে শান্তি প্রতিষ্ঠার জন্য ৫ বিলিয়ন ইউরো সহযোগিতা দিতে যাচ্ছে ইউরোপীয় ইউনিয়ন। আগামী বছর সেটি হস্তান্তর করা হবে। বছর শেষে আমরা একটি চুক্তিতে পৌঁছাতে পারবো বলে প্রত্যাশা করছি। সদস্যরাষ্ট্র হিসেবে এটাই ইউক্রেনকে দেয়া সর্বোচ্চ সুরক্ষা।
মিত্রদের সহায়তার ওপর যুদ্ধের সাফল্য নির্ভর করছে উল্লেখ করে জেলেনস্কি বলেন, ইউক্রেন যেকোনো মূল্যে এই যুদ্ধ-সংঘাতে জয় পাবে, তাতে বিন্দুমাত্র সন্দেহ নেই। তবে আমাদের সাফল্যের সাথে সরাসরি জড়িত মিত্রদের সম্পর্ক। তারা যতোটা দৃঢ় ও শক্তিশালী পদক্ষেপ নেবে, ততো দ্রুত যুদ্ধের ইতি টানা সম্ভব হবে। আঞ্চলিক তথা পুরো ইউরোপের অখণ্ডতা ফেরানো যাবে।
এর আগে সোমবারই জার্মানির অর্থ মন্ত্রণালয় জানায়, ইউক্রেনে চলতি বছর চারগুণ বেশি সামরিক সরঞ্জাম পাঠানো হয়েছে। যার আর্থিক মূল্যমান ৩ বিলিয়ন ইউরোর বেশি।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা