অনলাইন ডেস্ক
দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াহিদা খানম ও তার বাবা ওমর আলী শেখের ওপর হামলাকারীরা যে দলের কিংবা যে মতেরই হোক, তারা ঘৃণ্য অপরাধী। বর্বরোচিত এ হামলার দায় থেকে অপরাধীরা ছাড় পাবে না। সরকার অপরাধীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে বদ্ধপরিকর বলে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাজধানীতে নিজ বাসভবনে সমসাময়িক বিভিন্ন ইস্যুতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।
এসময় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘হামলার সঙ্গে জড়িত সন্দেহে এখন পর্যন্ত সন্দেহভাজন বেশ কয়েকজন অপরাধীকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে। তদন্ত ও অনুসন্ধান শেষে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’
অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আপনারা আগেও দেখেছেন, আমাদের সরকার অপরাধীকে অপরাধী হিসেবেই চিহ্নিত করে আসছে। প্রধানমন্ত্রীর নির্দেশনাও এটিই। অপরাধ করে আমাদের দলের সংসদ সদস্য ও নেতা রেহাই পায়নি। তিনি যে পর্যায়ের নেতাই হোন, অপরাধ করলে বিন্দুমাত্র ছাড় পাচ্ছেন না। ইউএনও ওয়াহিদা খানমের ওপর হামলার সাথে যে জড়িত তিনিও ছাড় পাবেন না।‘