ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) একটি প্রতিনিধিদল ভারত শাসিত কাশ্মীরের পরিস্থিতি দেখতে যাচ্ছে।ভারত এই অঞ্চলটির নাগরিকদের ঠিক কি কি সহায়তা করছে সেটিই মূলত দেখবে এই প্রতিনিধিদল।
ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, বিভাজিত কাশ্মীরের বিভিন্ন অঞ্চল মঙ্গলবার (২৯ অক্টোবর) দেখতে যাবে ইউরোপিয়ান পার্লামেন্টের ২৮ জন সংসদ সদস্যের সমন্বয়ে গঠিত ওই প্রতিনিধিদল। ইতিমধ্যে প্রতিনিধি দলটি ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাত করেছে। এর আগে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা বেশ কয়েকবার কাশ্মীর যেতে চাইলেও তাদের অনুমতি দেওয়া হয়নি।
গত ৫ আগস্ট সংবিধানের ৩৭০ ধারা বাতিলের মাধ্যমে কাশ্মীরের বিশেষ মর্যাদা তুলে নেয় ভারত সরকার। এরপর কাশ্মীরের পরিস্থিতি সামাল দিতে এ পর্যন্ত ৪০০ রাজনৈতিক নেতাকর্মীকে আটক করে রাখা হয়েছে। সেইসঙ্গে বন্ধ রয়েছে ইন্টারনেট সেবা, যা এখনো স্বাভাবিক হয়নি। কিছুদিন আগে মোবাইল ফোন সেবা চালু করা হলেও অনেকেই এটা ব্যবহার করতে পারছেন না বলে অভিযোগ করছেন।
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা