অনলাইন ডেস্ক
শুক্রবার (২৪ নভেম্বর) এক সংবাদ সম্মেলনে তিনি গণমাধ্যমকর্মীদের এ কথা জানান। এ সময় সাথে ছিলেন বেলজিয়ামের প্রধানমন্ত্রী আলেক্সেন্ডার ডি’রু। সেখানে দুই নেতাই গাজায় বেসামরিক নাগরিকদের নিরাপত্তার বিষয়ে জোর দেন। এছাড়া ইসরায়েলকে আন্তর্জাতিক আইন অনুসরণেরও আহ্বান জানান তারা।
স্পেনের প্রধানমন্ত্রী বলেন, আমি মনে করি আন্তর্জাতিক মহল এবং ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়ার সময় এসেছে।
সানচেজ বলেন, যদি ইউভুক্ত দেশগুলো ফিলিস্তিনকে স্বীকৃতি না দেয় তবে স্পেন তার নিজস্ব সিদ্ধান্ত নেবে।
তিনি আরও বলেন, আমরা মনে করি সহিংসতা শুধু সহিংসতাই আনতে পারে। আমাদের কাজ সহিংসতার পরিবর্তে শান্তি স্থাপন করা।
এদিকে, সংবাদ সম্মেলন শেষ হতেই ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী এলি কোহেন তেল আবিবে নিযুক্ত স্প্যানিশ ও বেলজিয়ামের রাষ্ট্রদূতকে তলব করে। এবং সামাজিক যোগযাযোগমাধ্যম এক্সে ফিলিস্তিনকে সমর্থনের নিন্দা জানান।
এক্সে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী লেখেন, আমরা স্পেন ও বেলজিমায়ের প্রধানমন্ত্রীর মিথ্যা অভিযোগের নিন্দা জানাই। তার দাবি, তার দেশ আন্তর্জাতিক আইন মেনে চলছে।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা