অনলাইন ডেস্ক
বি’ গ্রুপ থেকে আগেই সুপার সিক্স নিশ্চিত করা স্কটল্যান্ড ও ওমানের পর এবার শ্রীলঙ্কার বিপক্ষেও হারের তেতো স্বাদ পেল আয়ারল্যান্ড।
কুইন্স স্পোর্টস ক্লাব মাঠে টস হেরে আগে ব্যাটিংয়ে নামা লঙ্কানদের বড় পুঁজি এনে দেন ওপেনার দিমুথ করুনারত্নে। ক্যারিয়ারের প্রথম ওয়ানডে সেঞ্চুরিতে ৮ চারে ১০৩ রান করেন তিনি।
চারে নামা সাদিরা সামারাবিক্রমাও সেঞ্চুরির সম্ভাবনা জাগিয়ে তুলেছিল। কিন্তু শেষ পর্যন্ত তিন অঙ্কে পৌঁছানো হয়নি তার। ৪টি চারে ৮২ রানে থামেন তিনি। এছাড়া ধনাঞ্জয়া ডি সিলভা খেলেন ৪২ রানের অপরাজিত ইনিংস।
আয়ারল্যান্ডের হয়ে সর্বোচ্চ ৪ উইকেট মার্ক অ্যাডারের। তিন উইকেট নেন পেসার ব্যারি ম্যাককার্থি।
৩২৫ রানের লক্ষ্যে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে আইরিশরা। দুই লঙ্কান পেসার লাহিরু কুমারা ও কাসুন রাজিতার বোলিংয়ে ৬.২ ওভারের মধ্যে পল স্টার্লিং ও তাঁর সঙ্গে ওপেনিংয়ে আসা অ্যান্ডি ম্যাকব্রাইনকে হারায় আয়ারল্যান্ড। আয়ারল্যান্ডের পরের উইকেটগুলো ভাগ করে নেন ওয়ানিন্দু হাসারাঙ্গা, দাশুন শানাকা ও মহীশ তিকসানা। হাসারাঙ্গা ১০ ওভারে ৭৯ রান দিলেও ৫ উইকেট নিয়েছেন। এ নিয়ে টানা তিন ম্যাচে ৫ উইকেট নিলেন এই লেগ স্পিনার। লঙ্কান বোলারদের দাপটের দিনে আয়ারল্যান্ডের হয়ে সর্বোচ্চ ৩৯ রান করেন কার্টিস ক্যাম্ফার।
ক্রিকেট বিশ্বকাপ সুপার লিগ থেকে সরাসরি বিশ্বকাপে খেলার সম্ভাবনা জাগিয়েছিল আয়ারল্যান্ড। কিন্তু শেষ পর্যন্ত সেই লক্ষ্য পূরণ করতে পারেনি তারা। এ নিয়ে টানা দুটি বিশ্বকাপে খেলতে পারছে না আইরিশরা।
দিনের অন্য ম্যাচে ওমানকে ৭৬ রানে হারিয়েছে স্কটল্যান্ড। করুনারত্নের মতো প্রথম সেঞ্চুরি পেয়েছেন স্কটল্যান্ডের ব্রেন্ডন ম্যাকমুলেনও। ওমানের বিপক্ষে ম্যাকমুলেনের ১২১ বলে ১৩৬ রানের ইনিংসে স্কটল্যান্ড আগে ব্যাটিং করে তোলে ৫০ ওভারে ৩২০ রান। জবাবে ৫০ ওভারে ৯ উইকেটে ২৪৪ রান তুলেই থামে ওমান।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা