অনলাইন ডেস্ক
নভেম্বর মাসজুড়ে ঢাকা ও চট্টগ্রামসহ দেশের ৩১টি কর অঞ্চলের ৬৪৯টি সার্কেলে অফিস চলাকালীন সময়ে নিরবচ্ছিন্নভাবে পাওয়া যাবে করসেবা।
গত তিন বছরের মতো চলতি বছরেও আয়কর মেলা হচ্ছে না। সে কারণে প্রতিটি কর অঞ্চলে কর মেলার পরিবেশে মিনি করমেলার আয়োজন করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
গতকাল মঙ্গলবার (৩১ শ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে সংস্থাটির চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম এ তথ্য জানান। এ সময় সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।
এসময় আবু হেনা বলেন, আয়কর সেবা মাসে অনলাইনে আয়কর রিটার্ন দাখিল সিস্টেম চালু থাকবে। ইতোমধ্যে শূন্য করদাতা অনলাইন সিস্টেমে রেজিস্টেশন করাসহ রিটার্ন তৈরি ও রিটার্ন দাখিল করতে পারছেন। শূন্য রিটার্ন দাখিলকারী করদাতাদের জন্য অনলাইনে এক পৃষ্ঠার রিটার্ন দাখিলের ব্যবস্থা করা হয়েছে। একই সাথে প্রাপ্তি স্বীকার এবং সমন- দুটোই পাওয়া যাবে। এ জন্য কর অঞ্চলে যাওয়া লাগবে না। কর সেবা কেন্দ্রেই এ সব সেবা দেওয়া হবে।
আয়কর সেবা কেন্দ্রে ই-টিআইএন রেজিস্ট্রেশন করা ও প্রয়োজনীয় তথ্য প্রদানসহ নতুন করদাতাগণ ই-টিআইএন রেজিস্ট্রেশন ও বর্তমান করদাতাগণ রি-রেজিস্ট্রেশন করতে পারবেন। ই-টিআইএন সিস্টেমের মাধ্যমে সব কর অঞ্চলের অধিক্ষেত্রাধীন উৎসে কর কর্তনকারী কর্তৃপক্ষ বাস্তবায়ন কার্যক্রম চলমান রয়েছে। এ সেবা পাওয়া যাবে কর সেবা কেন্দ্রে।
এনবিআর চেয়ারম্যান বলেন, দেশব্যাপী ৩১টি কর অঞ্চলের ১৪৯টি সার্কেলে ৩০ নভেম্বর পর্যন্ত অফিস চলাকালীন নিরবচ্ছিন্নভাবে আয়কর রিটার্ন গ্রহণ করা হবে। কর অঞ্চল-৪’র ব্যবস্থাপনায় সচিবালয় ও অফিসার্স ক্লাবে মাসের প্রথম দুই সপ্তাহ আয়কর রিটার্ন বুথ ও হেল্প ডেস্ক থাকবে। এ ছাড়া পরিকল্পনা কমিশনে ১৯শে নভেম্বর থেকে ২৩ নভেম্বর পাঁচদিন করসেবা দেওয়া হবে। সশস্ত্র বাহিনীর সদস্যদের জন্য মাসের দুইদিন ১৫ ও ১৬ই নভেম্বর সেনা মালঞ্চে আয়কর রিটার্ন দাখিল গ্রহণ ও কর সেবা দেওয়া হবে।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা