অনলাইন ডেস্ক
মঙ্গলবার (২ জুন) ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, আসাম রাজ্যের দক্ষিণ অংশে ওই ভূমিধসের ঘটনায় এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
জানা গেছে, যারা মারা গেছেন তারা মূলত দক্ষিণ আসামের বারাক উপত্যকা অঞ্চলের ৩ জেলার বাসিন্দা। গত কয়েকদিন ধরেও ওই এলাকায় টানা বৃষ্টিপাত চলেছে। প্রচণ্ড বৃষ্টির ফলেই ওই ভূমিধসের ঘটনা ঘটেছে বলে মনে করা হচ্ছে।
সূত্র জানায়, নিহত ২০ জনের মধ্যে কাছার জেলার বাসিন্দা ৭ জন, আরও ৭ জন হাইলাকান্দি জেলার এবং করিমগঞ্জ জেলায় ৬ জন।
দুর্ঘটনার খবর পেয়ে উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে পৌঁছেছে এবং উদ্ধার কাজে শুরু করেছে।
এমনিতেই গত কয়েকদিন ধরে ভয়ঙ্কর প্রাকৃতিক দুর্যোগের সঙ্গে লড়াই করছে উত্তর-পূর্বাঞ্চলের ওই রাজ্য। আসামে মারাত্মক বন্যায় ক্ষতিগ্রস্থ হয়েছেন কমপক্ষে পৌনে ৪ লাখ মানুষ। বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে গোয়ালপাড়া জেলা। তারপরেই রয়েছে নাগাঁও এবং হোজাই জেলা।
আসামে বন্যায় সরকারি হিসাবে এখনও পর্যন্ত ৬ জন মারা গেছেন এবং ৩৪৮টি গ্রাম বন্যার জলে ডুবে গেছে।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা