ভারতে আসামের গুয়াহাটিতে নাগরিকত্ব সংশোধনী বিলের প্রতিবাদে বিক্ষোভরত জনতার ওপর পুলিশের গুলিতে অন্তত তিনজন নিহত ও বহু মানুষ আহত হয়েছে।
বুধবার রাতে রাজ্যসভায় নাগরিকত্ব সংশোধনী বিল পাশের পরেই সেখানে কারফিউ জারি হয়েছিল।
বৃহস্পতিবার সন্ধ্যায় সেই কারফিউ ভেঙে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে আসার পর গুলিতে মৃত্যুর ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে অন্তত চারটি স্থানে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে।
ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে, সরকারের পক্ষ থেকে আরও ৪৮ ঘণ্টার জন্য শহরসহ ১০টি জেলায় ইন্টারনেট সেবা বন্ধ ঘোষণা করা হয়েছে। এ ছাড়াে যেসব স্থানে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে সেসব এলাকায় সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।
আসামের বিভিন্ন স্থানে বিক্ষোভকারীরা ভাঙচুর করেছে বলে খবর পাওয়া গেছে। মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোওয়াল এবং কেন্দ্রীয়মন্ত্রী রামেশ্বর তেলির বাড়িতেও হামলা চালিয়েছে বিক্ষোভকারীরা।
আসামের চারটি রেলওয়ে স্টেশনেও বিক্ষোভকারীরা ভাঙচুর করাসহ আগুন দেওয়ার চেষ্টা চালিয়েছে। এ গোলযোগ, বিশৃঙ্খলায় রেল চলাচল বন্ধ হয়ে যায়। আটকা পড়ে যাত্রীরা।
উত্তর-পূর্ব ভারতের অন্যান্য জায়গাতেও অস্থিরতা ছড়িয়ে পড়েছে। আসাম ও ত্রিপুরায় রেল পরিষেবা বন্ধ হয়ে যাওয়ার পাশাপাশি গুয়াহাটি ও ডিব্রুগড়ে বহু ফ্লাইট বাতিল হয়েছে।
মুসলমানদের বাদ দিয়ে নাগরিকত্ব বিল পাস করার কারণে মুসলমানরাও ক্ষুব্ধ হয়েছে। পার্সটুডে।
Like & Share our Facebook Page: Facebook
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা