দিন দিন বেড়ে চলেছে স্মার্টফোনের চাহিদা। ব্যাবহারকারীদের চাহিদা মেটাতে বাজারে আসছে নতুন আরেকটি স্মার্টফোন।
লেনোভো মালিকানাধীন প্রযুক্তি নির্মাণ কোম্পানি মোটোরলার ফোল্ডেবল (ভাঁজ করা যায়) ‘মোটো রেজর’ স্মার্টফোনটি বাজারে নিয়ে আসছে।
৬ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের বাজারে ফোনটি নিয়ে আসছে দেশটির মোবাইল সেবাদাতা ‘ভেরাইজন ওয়্যারলেস’। । ফোনটির মূল্য ধরা হয়েছে ১৪৯৯ ডলার। ফোনটি কেনার জন্য মার্কিন ক্রেতারা জানুয়ারি ২৬ থেকেই প্রি-অর্ডার করতে পারবেন।
ভারতীয় সংবাদমাধ্যম আইএএনএস’র তথ্যটি নিশ্চিত করেছে।
প্রতিষ্ঠানটি জানায়, গত বছরের নভেম্বরে ফোনটির ব্যাপারে প্রথম জানিয়েছিল মোটোরোলা। তবে শুধু যুক্তরাষ্ট্রে নয়, ভারতের বাজারেও আসবে ফোনটি।
এ ছাড়াও নিজেদের ওয়েবসাইটে ফোল্ডেবল ফোনটির জন্য নিবন্ধন খুলে দিয়েছে প্রতিষ্ঠানটি।
স্পেসিফিকেশনের হিসেবে দুই পর্দায় আসছে মোটো রেজর। একটি পর্দা ভেতরে থাকবে, আরেকটি বাইরের দিকে। ভাঁজ খোলা অবস্থায় ফোনটির ওএলইডি পর্দার মাপ দাঁড়াবে ৬.২ ইঞ্চি।
ভাঁজ খোলা অবস্থায় ফোনের ভেতর পাঁচ মেগাপিক্সেলের আরেকটি ক্যামেরা দেখা যাবে। স্মার্ট ফোনটিতে রয়েছে স্ন্যাপড্রাগন ৭১০ প্রসেসর, ছয় গিগাবাইট র্যাম ও ১২৮ গিগাবাইট আভ্যন্তরীন স্টোরেজ।
ভাঁজ করা অবস্থায় ফোনটির বাইরের পর্দার মাপ থাকবে ২.৭ ইঞ্চি। ফোনটির পর্দার আনুপাতিক হার দাঁড়াচ্ছে ৪:৩-এ।
ডিভাইসের বাইরের ‘কুইক ভিউ ডিসপ্লে’তে থাকছে ১৬ মেগাপিক্সেল ক্যামেরা। ওই ক্যামেরাটিই ফোনের ভাঁজ খোলা অবস্থায় ‘রিয়ার ক্যামেরা’ হিসেবে কাজ করবে।
১৬ মেগাপিক্সেল ক্যামেরাটিতে থাকছে ‘ইআইএস’, ‘ডুয়াল পিক্সেল’ ‘অটোফোকাস’,‘লেজার অটোফোকাস’ এবং ‘কালার করেলেটেড টেম্পারেচার’।
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা