ঢাকার আশুলিয়ার গোকুলনগর এলাকায় জঙ্গি সন্দেহে তিন ঘণ্টা ঘিরে রাখা বাড়ি থেকে অবশেষে এক নারীকে আটক করেছে পুলিশ। ওই নারীর নাম শায়লা শারমিন (২২)। তিনি জাহাঙ্গীনগর বিশ্ববিদ্যালয়ের ৪৬তম ব্যাচের শিক্ষার্থী তানভীরের স্ত্রী।
আটক শায়লা ও তার স্বামী নব্য জেএমবির সদস্য বলে দাবি পুলিশের। তানভীর নব্য জেএমবির তথ্যপ্রযুক্তি শাখার প্রধান। এর আগে আশুলিয়ায় আরেকটি বাড়ি ভাড়া নেন তানভীর। পুলিশ সেখানেও অভিযান চালিয়েছে, তবে তেমন কিছু পায়নি।
সোমবার সন্ধ্যার পর থেকেই আশুলিয়ার গকুলনগর বাজারের পাশে সৌদি প্রবাসী আক্তার হোসেনের বাড়ি ঘেরাও করে রাখে পুলিশ। পরে পুলিশের একাধিক টিম ঘটনাস্থলে পৌঁছানোর পর ওই বাড়িতে প্রবেশ করে নব্য জেএমবির নারী সদস্যকে আটক করে ও বাড়িতে তল্লাশি অভিযান শুরু করে।
ক্যাসিনো কারবারি দুই ভাই এনামুল-রূপন গ্রেপ্তার
অভিযান শেষে এক সংবাদ সম্মেলনে ঢাকা জেলা পুলিশ সুপার মারুফ হোসেন সরদার বলেন, গোয়েন্দা সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। বাড়ির মালিক সৌদিতে থাকেন।
ঘটনাস্থল থেকে পেট্রল বোমা, ছুরি, স্ক্রু ডাইভার ও খেলনা পিস্তল উদ্ধার করা হয়েছে। এ ছাড়া দূর থেকে স্বয়ংক্রিয়ভাবে আঘাত হানার মতো কিছু অত্যাধুনিক সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
তবে তাদের নাশকতার কোনো পরিকল্পনা ছিল কিনা সে বিষয়টি তদন্তের পর বলা যাবে বলে জানান তিনি। পুলিশের এ কর্মকর্তা আরো জানান, ওই নারীর স্বামী জাহাঙ্গীনগর বিশ্ববিদ্যালয়ের ৪৬তম ব্যাচের শিক্ষার্থী তানভীর পলাতক রয়েছেন। তাকেও গ্রেপ্তারের চেষ্টা চলছে।
Like & Share our Facebook Page: Facebook
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা