জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের (জি. এম কাদের) বলেছেন, আমরা আশা করছি ঢাকা উত্তর ও দক্ষিন সিটি কর্পোরেশন নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে।
তিনি বলেন, যেহেতু দেশের মানুষ অনেক ক্ষেত্রেই এখন জাতীয় পার্টির দিকে ঝুকছেন। দেশের মানুষ জাতীয় পার্টির সুশাসনের কথা মনে করছেন। দেশের মানুষের ধারণা জাতীয় পার্টি নির্ঝঞ্জাট এবং জনকল্যাণ মুলক একটি দল। বলেন সন্ত্রাস, চাঁদাবাজী এবং মাদকাসক্তির বিষয়ে জাতীয় পার্টি অনেক ক্ষেত্রেই পরিচ্ছন্ন। তাই জাতীয় পার্টির দিকে সাধারন মানুষের একটি আগ্রহ আছে।
আশা করছি, এবারের ঢাকা উত্তর ও দক্ষিন সিটি কর্পোরেশন নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থীরা আগের চেয়ে অনেক ভালো ফলাফল করবে।
তিনি বলেন, দেশের মানুষ প্রথমেই স্থানীয় সরকার প্রতিনিধিকে হাতের কাছে পান। তাই তাদের কাছে সাধারন মানুষের প্রত্যাশাও বেশি থাকে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জাতীয় পার্টি চেয়ারম্যান বলেন, ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনে জাতীয় পার্টি একক প্রার্থীই দিচ্ছে। বলেন, ইতিপূর্বে বেশ কয়েকটি নির্বাচন আমরা সরকারের সাথে জোটবদ্ধ হয়েই করেছি। সরকারের পক্ষ থেকে জোটবদ্ধ নির্বাচনের প্রস্তাব এলে আমরা আলাপ-আলোচনা করেই সিদ্ধান্ত নেবো।
বুধবার (২৫ ডিসেম্বর) দুপুরে জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী অফিস মিলনায়তনে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে কাউন্সিলর প্রার্থীদের মাঝে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন ফরম তুলে দিয়ে এ কথা বলেন জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের।
এসময় জাতীয় পার্টির মহাসচিব ও বিরোধী দলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙ্গা এমপি বলেন, প্রতিটি কাউন্সিলর পদে যেনো জাতীয় পার্টির একাধিক প্রার্থী না থকে। কারন একাধিক প্রার্থী হলে, ঘরের শত্রæ বিভিষণ অবস্থা হতে পারে। তিনি বলেন, নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ হতে হবে। কারন, যোগ্য প্রার্থী নির্বাচিত না হলে ঢাকা সিটি কর্পোরেশন অচল হয়ে পড়বে।
ব্রিগেডিয়ার জেনারেল (অব.) কামরুল ইসলাম ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে জাতীয় পার্টির মেয়র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম গ্রহণ করেছেন। এছাড়া অর্ধশত কাউন্সিলর প্রার্থী জাতীয় পার্টি থেকে মনোনয়ন ফরম গ্রহণ করেছেন।
এসময় উপস্থিত ছিলেন প্রেসিডিয়াম সদস্য সৈয়দ আবু হোসেন বাবলা এমপি, এস.এম. ফয়সল চিশতী, শফিকুল ইসলাম সেন্টু, লে:জে: মাসুদ উদ্দিন চৌধুরী এমপি, নাজমা আখতার এমপি, ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম নুরু, আমানত হোসেন আমানত, যুগ্ম মহাসচিব, গোলাম মোহাম্মদ রাজু, সুলতান আহমেদ সেলিম, সম্পাদক মন্ডলীর সদস্য ইসহাক ভূঁইয়া, ফখরুল আহসান শাহজাদা, মো: হেলাল উদ্দিন, মঞ্জুর হোসেন, আনিসুর রহমান খোকন, এম.এ. রাজ্জাক খান, জাহাঙ্গীর আলম পাঠান, কাজী আবুল খায়ের, সুমন আশরাফ, জয়নাল আবেদিন।
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা