মালিকপক্ষ তাদের বক্তব্য অনুযায়ী বেতন না দেয়ায় আলোকিত বাংলাদেশ এর সাংবাদিক-কর্মীরা তাদের পত্রিকা দুই ইঞ্চি ফাঁকা রেখে ছাপছে। এ প্রসঙ্গে সেখানকার রিপোর্টার মতলু মল্লিক এক ফেসবুক পোস্টে লিখেছেন। ইউনিটের সঙ্গে কর্তৃপক্ষের চুক্তি অনুযায়ী ২৫ মার্চের মধ্যে বকেয়া বেতন পরিশোধ করার কথা থাকলেও বকেয়া তো দেয়নি, বেতনও দিচ্ছে না। প্রতিবাদে আলোকিত বাংলাদেশের সাংবাদিক কর্মচারীরা এক কলামের দুই ইঞ্চি ফাঁকা রেখেই পত্রিকা নিয়মিত প্রকাশ করে যাচ্ছেন ২৫ মার্চ থেকে।
তিনি লিখেছেন, করোনা দূর্যোগে মানবিক হওয়ার পরিবর্তে মালিকপক্ষের এমন অমানবিক আচরণ দেখেছেন কেউ। প্রতিষ্ঠানে তালা মারা সাংবাদিকদের কাজ নয়, কাজ বন্ধ করে দেওয়া বা পত্রিকা বন্ধ করে দেওয়াও সাংবাদিকদের কাজ নয়। তবে, আর কি করতে পারি আমরা।
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা