অনলাইন ডেস্ক
২৮তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা উদ্বোধন করতে পূর্বাচলের বঙ্গবন্ধু বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে এই আয়োজন। রোববার মাসব্যাপী বাণিজ্য মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় সরকারের মন্ত্রী, সংসদ সদস্য, দেশী বিদেশী ব্যবসায়ী প্রতিনিধি, কূটনীতিকরা উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রী ভোট দিয়ে পুনরায় সরকার গঠনের সুযোগ দেয়ায় দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানান। বলেন, তাঁর কাছে ক্ষমতা ভোগের বস্তু নয়।
আওয়ামী লীগ সরকারের ধারাবাহিকতা উন্নয়নশীল দেশ হিসেবে বাংলাদেশের উত্তরণকে আরও সহজ করবে বলেও জানান প্রধানমন্ত্রী।
শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ সরকারের শাসনামলে ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটেছে। আন্তর্জাতিক বাজার আরও সম্প্রসারণ করতে পণ্যের বহুমুখীকরণের কথা বলেন তিনি। আমদানি ও রপ্তানিতে ভারসাম্য বজায় রাখতে ব্যবসায়ীদের প্রতি আহবান জানান প্রধানমন্ত্রী।
বাণিজ্যের প্রসারে নেয়া পদক্ষেপ তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, দেশের মানুষের ক্রয়ক্ষমতা বেড়েছে। হস্তশিল্পজাত পণ্যকে ২০২৪ সালের বর্ষপণ্য হিসেবে ঘোষণা দেন প্রধানমন্ত্রী।
পরে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা উদ্বোধন করেন সরকার প্রধান।
উদ্বোধনী পর্ব শেষে সংক্ষিপ্ত সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে বাণিজ্য মেলার স্টল ঘুরে দেখেন।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা