অনলাইন ডেস্ক
রোনালদো আসবে কি আসবে না, তা নিয়ে ক’দিন ধরেই বেশ গরম ছিল সিটি শিবির। গ্যাব্রিয়েল জেসুস, স্টার্লিংরা থাকবেন কিনা, তা নিয়েও ছিল নানা প্রশ্ন। আর এসব কারণেই মৌসুমের প্রথম বিগ ম্যাচের আগে কিছুটা কোনঠাসা ছিলেন পেপ গার্দিওলা।কিন্তু, ইতিহাদে এদিন সব প্রশ্নের উত্তর দিলেন নিজের কৌশল দিয়ে। আবারো স্প্যানিশের মায়াজালে বাঁধা পড়ল আর্সেনাল। ঝড়ো এক দমকা হাওয়ায় উড়ে গেল ক্লাবটি।
নিজেদের মাঠ ইতেহাদ স্টেডিয়ামে ম্যাচের সপ্তম মিনিটে ইলকে গুনডোগানের গোলে এগিয়ে যায় ম্যানসিটি। পাঁচ মিনিট বাদে গোল ব্যবধান দ্বিগুণ করেন ফেরান তোরেস। ম্যাচের ৩৫তম মিনিটে গ্রানিত শাকা লাল কার্ড দেখলে দশ জনে পরিণত হয়ে যায় অতিথি আর্সেনাল।
বিরতিতে যাওয়ার দুই মিনিট আগে প্রতিপক্ষের জালে বল জড়ান গ্যাব্রিয়েল জেসুস। দ্বিতীয়ার্ধের খেলা মাঠে গড়াতেই (৫৩তম মিনিটে) গোলের দেখা পেয়ে যান রদ্রিগো হার্নান্দেজ। আর ম্যাচ শেষের বাঁশি বাজার ৬ মিনিট আগে নিজের জোড়া গোল পূর্ণ করেন তোরেস।এ নিয়ে নতুন মৌসুমে টানা তিন ম্যাচেই হার আর্টেটা বাহিনীর।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা