অনলাইন ডেস্ক
রবিবার (২৭ সেপ্টেম্বর) বিতর্কিত নাগোর্নো-কারাবাখ অঞ্চল নিয়ে ফের সংঘর্ষে জড়িয়েছে আর্মেনিয়া এবং আজারবাইজানের সশস্ত্র বাহিনী।
কারাবাখের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, যুদ্ধে আরও ২৭ জন যোদ্ধা নিহত হয়েছেন। এর আগে আরও ২৮ জনের মৃত্যুর খবর প্রকাশ করা হয়। এ নিয়ে মোট সামরিক সদস্য মৃত্যুর সংখ্যা ৫৮ জন। যুদ্ধে মোট ৯ জন বেসামরিক নাগরিকের মৃত্যু হয়েছে।
তবে আজারবাইজান কোনো সামরিক হতাহতের খবর প্রকাশ করেনি।
কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার খবরে বলা হয়, রবিবার নাগোরনো-কারাবাখ অঞ্চলকে নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে দুই দেশ। সংঘর্ষে ৬৭ জন বিচ্ছিন্নতাবাদীর মৃত্যু হয়েছে। অপরদিকে আহত হয়েছে আরও শতাধিক।
এদিকে সংঘর্ষের জন্য আর্মেনিয়া বলছে, আজারবাইজান প্রথমে বিমান ও কামান দিয়ে হামলা শুরু করলে সামরিকভাবে এর জবাব দেওয়া শুরু করে আর্মানিয়ার সামরিক বাহিনী।
এ বিষয়ে আজারবাইজান বলছে, চারদিক থেকে শুরু হওয়া গোলাবর্ষণের জবাব দিয়েছে তারা।
গত কয়েক মাসে বেশ কয়েকবার আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যে সংঘর্ষ হয়েছে।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা